২ হাজার ৭০০ কোটির প্রতারণার অভিযোগ, দিল্লি পুলিশের জালে ১
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: ২ হাজার ৭০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতের নাম যুগল কিশোর। গুজরাতের ঢোলেরায় আবাসন প্রকল্পে বিনিয়োগ করলে মোটা টাকা ও প্লট মিলবে—এই প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের থেকে টাকা তুলেছিলেন যুগল। সাধারণ মানুষ যাতে টাকা বিনিয়োগ করে, তার জন্য মোদির নাম করে ভুয়ো দাবিও করতেন তিনি। যুগল বিনিয়োগকারীদের বলতেন, ওই আবাসন প্রকল্পের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁর কথা শুনে অনেকেই সারা জীবনের সঞ্চয় ওই ‘ভুয়ো’ প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার (আর্থিক অপরাধ বিভাগ) অম্রুতা গুগুলত জানিয়েছেন, যুগলের বিরুদ্ধে সারা দেশে দেড়শোর বেশি মামলা দায়ের হয়েছে। ওই সব মামলার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।