নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল উমর খালিদ, শারজিল ইমামদের জামিনের শুনানি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভ থেকে গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঘটনায় খালিদ, ইমামদের ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ, শারজিল সহ ন’জনের জামিনের আবেদন বাতিল করে দেয়। উচ্চ আদালত জানায়, নাগরিক আন্দোলনের আড়ালে হিংসার যড়যন্ত্র কখনই মেনে নেওয়া যায় না। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এদিন তাঁদের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দেয়। আগামী ২২ সেপ্টেম্বর শুনানি হবে বলে খবর। এর আগে গত ১২ সেপ্টেম্বরও শুনানি পিছিয়ে গিয়েছিল।