• ওড়িশায় ফের গণধর্ষণ, ধৃত ২
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • রাউরকেল্লা: ফের ওড়িশায় গণধর্ষণের অভিযোগ। এক নাবালিকাকে গণধর্ষণ ও অন্য এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার  সোমা বাদ্রা এবং অনিল সোরেন নামে দুই যুবককে গ্রেফতার করল রাউরকেল্লা পুলিশ। বুধবার রাতে বিশ্বকর্মা পুজো দেখে গাড়িতে ফিরছিল দুই নাবালিকা। সঙ্গে ছিল দুই সঙ্গী। একজন প্রাপ্তবয়স্ক ও অন্যজন নাবালক। অভিযুক্তরা জঙ্গলের মধ্যে তাদের গাড়ি আটকায়। দুই সঙ্গীকে ভয় দেখিয়ে নাবালিকাদের উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্তরা। ডিআইজি ব্রিজেশ কুমার রাই বলেছেন, ধৃতদের পকসো আদালতে পেশ করা হবে।
  • Link to this news (বর্তমান)