• ‘পাকিস্তানকে বিদেশ মনে হয়নি’, স্যাম পিত্রোদার মন্তব্যে অস্বস্তিতে কংগ্রেস
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আমি পাকিস্তানে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমার মনেই হয়নি যে অন্য কোনও দেশে এসেছি। ইন্ডিয়ান ওভাসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার বক্তব্যে ঘিরে বিতর্ক। আর এর জেরে ফের অস্বস্তিতে কংগ্রেস। সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে পিত্রোদা বলেছেন, ‘আমাদের বিদেশনীতিতে প্রতিবেশি দেশগুলির উপর নজর দেওয়া উচিত। আমরা কি পড়শি রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পারি না? আমি বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে গিয়েছি। মনে হয়নি এগুলি আমার নিজের দেশ নয়।’ পাশাপাশি পিত্রোদা আরও বলেন, ‘আমি জানি এই দেশগুলিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের সমস্যা রয়েছে। কিন্তু দিনশেষে ওরা আমাদের প্রতিবেশী। আমাদের জিনগত মিল রয়েছে।’ 

     পিত্রোদার এই বক্তব্যে স্বাভাবিকভাবেই রাজনীতির পারদ চড়েছে। কংগ্রেসের পাশাপাশি পিত্রোদাকেও তুমুল আক্রমণ করে ‘দেশবিরোধী তকমা’ দিয়েছেন বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘কোনও দেশভক্ত কি পাকিস্তানকে নিজের দেশের মতো বলতে পারেন?  কিন্তু রাহুল গান্ধী ও গান্ধী পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ এই নেতা বলছেন, পাকিস্তানকে তাঁর ‘নিজের বাড়ি’ বলে মনে হয়েছে। আসলে কংগ্রেস নেতারাই পিত্রোদাকে দিয়ে একথা বলাচ্ছেন।’ পিত্রোদার মন্তব্য দেশের ‘সশস্ত্র বাহিনী’র অপমান বলেও কটাক্ষ করেছে বিজেপি। তিনি আরও বলেছেন, ‘এটা আমাদের সশস্ত্র বাহিনী ও ১৪০ কোটি দেশবাসীর অপমান। আইএসআই এজেন্ট শাহিদ আফ্রিদি কয়েকদিন আগেই রাহুল গান্ধীর প্রশংসা করেছেন। এবার তাঁর ঘনিষ্ঠ পিত্রোদা বললেন, পাকিস্তান তাঁর বাড়ির মতো। ওঁরা এভাবে দেশের সার্বভৌমত্বকে অপমান করছেন।’ উল্লেখ্য, এর আগেও পিত্রোদার একাধিক মন্তব্য কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলেছিল।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)