মুম্বই: সরকারি গাড়ির মূল্যসীমা সংশোধন করল মহারাষ্ট্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতি কোনও মূল্যসীমার আওতায় থাকছেন না। অর্থাৎ তাঁরা ইচ্ছামতো গাড়ি বেছে নিতে পারেন। তবে বাকিদের জন্য নির্দিষ্ট মূল্যসীমা থাকছে। ক্যাবিনেট মন্ত্রী ও চিফ সেক্রেটারি সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা দামের সরকারি গাড়িতে চড়তে পারেন। এই মূল্যসীমা অতিরিক্ত চিফ সেক্রেটারি ও প্রিন্সিপাল সেক্রেটারির জন্য ২৫ লক্ষ, রাজ্য তথ্য কমিশনার ও এমপিএসসি সদস্যদের জন্য ২০ লক্ষ, বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রধানদের জন্য ১৭ লক্ষ টাকা। জেলা কালেক্টর, পুলিশ কমিশনারের সরকারি গাড়ির মূল্য ১৫ লক্ষের বেশি হবে না। নীচুতলার অফিসাররা সর্বোচ্চ ১২ লক্ষ টাকা দামের গাড়িতে চড়তে পারেন। তবে, নতুন নিয়মে বৈদ্যুতিন গাড়ি কেনার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের থেকে ২০ শতাংশ বেশি খরচ করার সুযোগ রাখা হয়েছে।