পুজোর আগে নতুন রাজ্য কমিটি গড়া সম্ভব নয়, ভোট নিয়ে চিন্তা বাড়ছে বিজেপির
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের আগে প্রস্তুতির জন্য নতুন কমিটির সময় মিলবে মাত্র মাসচারেক! কারণ পুজোর আগে দলের নতুন রাজ্য কমিটি তৈরি করতেই পারবে না বঙ্গ বিজেপি। দলের শীর্ষ সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। মার্চ-এপ্রিলের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বাংলায়। এই পরিস্থিতিতে সাংগঠনিক প্রস্তুতির জন্য রাজ্য কমিটি যদি পর্যাপ্ত সময় না পায়, তাহলে বাংলার বিধানসভা নির্বাচনে বড়সড় বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা দলের নেতাকর্মীদের একাংশের। সামগ্রিক বিষয়কে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল।
কয়েকমাস আগেই নতুন রাজ্য সভাপতি পেয়েছে বঙ্গ বিজেপি। সুকান্ত মজুমদারের উত্তরসূরী হিসেবে রাজ্যসভার সাংসদ সুবক্তা শমীক ভট্টাচার্যকে বেছে নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপির দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকেই শমীকবাবু ক্রমাগত ইঙ্গিত দিয়েছেন, নতুন কমিটিতে দলের আদি এবং নব্যপন্থী—দু’পক্ষের ভারসাম্য থাকবে। পাশাপাশি, বঙ্গ বিজেপিতে আদিপন্থী নেতাদের গুরুত্ব বৃদ্ধির ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন শমীকবাবু। বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের একাংশের অসন্তোষ, পুরোটাই থমকে আছে ইঙ্গিত এবং পরিকল্পনা গ্রহণেই। পদক্ষেপ কিছু করা হচ্ছে না।
বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের একাংশের শঙ্কা, দলের নতুন রাজ্য কমিটি তৈরি হতে যত দেরি হবে, ভোট প্রস্তুতিতে তত পিছিয়ে পড়বে গেরুয়া শিবির। লাভবান হবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, পুজোর সময় রাজ্যে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো উদ্বোধনের পাশাপাশি বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও সারবেন। জানা গিয়েছে, সেই বৈঠকেই দলের নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপরেই তা ঘোষণা করা হবে।