• দ্বিগুণ হবে কৃষকদের আয়, এবার জিএসটি হ্রাসের লাভ দেখিয়ে প্রচার কেন্দ্রের
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সিদ্ধান্ত নিল সাংবিধানিক সংস্থা জিএসটি কাউন্সিল। যা কেন্দ্র-রাজ্যের স্রেফ অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি সংস্থা। অথচ জিএসটির হার হ্রাসের কৃতিত্ব কুড়োচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! আগামী সোমবার ২২ সেপ্টেম্বর থেকে  বিভিন্ন পণ্যে জিএসটি হার কমছে। আর এবার কর হ্রাসের লাভ দেখিয়ে কৃষকের আয় দ্বিগুন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রচার বাড়াচ্ছে কৃষি মন্ত্রক।  শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এবার কৃষকের উপার্জন বাড়বে। দ্বিগুনও হবে। কারণ, কৃষি সামগ্রীর দাম ব্যাপক হারে কমছে। ফলে কৃষকের সাশ্রয় হবে। উপার্জন বাড়বে।  

    কেন্দ্রে ক্ষমতায় আসার দু’ বছর পর নরেন্দ্র মোদি ২০১৬ সালে ঘোষণা করেন, ২০২২ সালের মধ্যে কৃষকের উপার্জন দ্বিগুন হবে। যদিও ওই প্রতিশ্রুতি অধরাই রয়ে গিয়েছে। ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্টই বলছে, ২০১২-১৩ অর্থবর্ষে প্রতি মাসে কৃষক পরিবারের গড় আয় ছিল ৬  হাজার ৪২৬ টাকা। ২০১৮-১৯ সালে তা হয়েছে গড়ে ১০ হাজার ২১৮ টাকা। প্রতিশ্রুতি পালনে ফেল মোদি। তাই সুযোগ পেলেই কৃ঩ষিমন্ত্রক, পিএম-কিষাণ, ফসল বিমা যোজনা, পিএম-আশা, এগ্রি সিওর, নমো ড্রোন দিদি, ন্যাশনাল ব্যাম্বু মিশনের মতো কেন্দ্রের ২৮ টি প্রকল্পকে ঢাল করে। দাবি করা হয়, এগুলির মাধ্যমে উপার্জন দ্বিগুন হওয়ার সম্ভাবনা বাড়ছে। একইভাবে এবার জিএসটির হার হ্রাসকে সামনে রেখে শিবরাজ সিং চৌহান বললেন, ট্রাক্টরের দাম কমছে ৪১ হাজার থেকে ৬৩ হাজার টাকা। হারভেস্টার কম্বাইন কাটার বারের দাম কমছে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। সিড কাম ফার্টিলাইজার ড্রিল সস্তা হবে ৪ হাজার ৩৭৫ টাকা। প্যাডি ট্রান্সপ্ল্যান্টারের দাম কমবে ১৫ হাজার ৪০০ টাকা। ফলে চাষের খরচ কমবে।
  • Link to this news (বর্তমান)