• নতুন ট্রান্সফরমার বসানোর দাবিতে বিদ্যুত্ বণ্টন সংস্থার দ্বারস্থ পড়ুয়ারা
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: থেকেও নেই বিদ্যুৎ সংযোগ। কারণ ভোল্টেজের সমস্যা। নতুন ট্রান্সফরমার বসিয়ে সমস্যা মেটানোর দাবিতে শুক্রবার মোহনবাটিতে বিদ্যুৎ বণ্টন সংস্থার দ্বারস্থ হয় বামনগ্রাম হাসিমুদ্দিন হাইস্কুলের পড়ুয়া। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। সংস্থার আধিকারিকদের কাছে তাঁদের স্পষ্ট বার্তা, বেশ কয়েকবছর ধরে স্কুলে বিদ্যুতের সমস্যা চলছে। মিড ডে মিল থেকে শুরু করে স্কুল পরিচালনা সবেতেই বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। 

    এ প্রসঙ্গে সংস্থার উত্তর দিনাজপুরের রিজিওনাল ম্যানেজার মানুচন্দ্র বর্মন জানান, কয়েকমাস আগেও স্কুল কর্তৃপক্ষ তাঁদের দ্বারস্থ হয়। তখনও প্রশাসনের সহযোগিতা নিয়ে স্কুলের জন্য সংশ্লিষ্ট এলাকায় ট্রান্সফরমার বসানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তিন দফায় চেষ্টা চালিয়েও স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হয়। তাই ট্রান্সফরমার বসানো যায়নি। ম্যানেজারের কথায়, এখন অভিভাবকরা বলছেন, তাঁরা দাঁড়িয়ে থেকে এলাকায় ট্রান্সফরমার বসাতে সহযোগিতা করবেন। আমরা তাঁদের প্রস্তাব বিবেচনা করে আবার ওই এলাকায় যাব ট্রান্সফরমার বসাতে। স্কুলের একাদশের পড়ুয়া আজহার আলি বলে, দু’তিন বছর ধরে আমাদের স্কুলে বিদ্যুত্ থেকেও নেই। কম্পিউটার ক্লাস করা যায় না। ফ্যানও ঘোরে না। স্কুলের প্রধান শিক্ষক মাধব রায়ের বক্তব্য, কয়েক বছর ধরে এই সমস্যা চলছে। দ্রুত সমস্যা মেটানো হোক, এটাই আমাদের দাবি।  অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)