• বালুরঘাটে আদিবাসী যুবককে খুনের অভিযোগ দায়ের ঠিকাদারের বিরুদ্ধে
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাটে। মৃতের নাম প্রেমচাঁদ লোহার (৩৫)। তাঁর বাড়ি বালুরঘাট ব্লকের অযোধ্যা গ্রামে। পরিবারের দাবি, প্রেমচাঁদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। মৃতের ঘাড় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁর পায়ে দু’টি আঙুল কেটে গিয়েছে। মৃতের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। পরিবারের দাবি, বিশ্বকর্মা পুজোর দিন ওই শ্রমিককে ডেকে নিয়ে যায় ঠিকাদার। সে-ই  খুন করেছে। এবিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রেমচাঁদ বছরের বিভিন্ন সময় ভিনরাজ্যে কাজে যান। স্থানীয় ঠিকাদারই তাঁকে কাজে নিয়ে যেত। পরিবারের অভিযোগ, টাকা-পয়সা নিয়ে ঠিকাদারের সঙ্গে পুরনো বিবাদ ছিল প্রেমচাঁদের। সেই ঠিকাদার গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেমচাঁদের বাড়ি আসে। বাইকে করে প্রেমচাঁদকে নিয়ে যায়। রাতে হঠাত্ পরিবারকে ফোন করে জানানো হয় যে, প্রেমচাঁদ হাসপাতালে ভর্তি। রাতেই পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখেন, প্রেমচাঁদ মারা গিয়েছেন। ঠিকাদার সেই রাতে জানায়, হার্ট অ্যাটাকে প্রেমচাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, মৃতের দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে  মৃতের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। ঠিকাদার এবং তার এক সহযোগীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবারটি। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। মৃতের স্ত্রী সুচিত্রা লোহার বলেন, বিশ্বকর্মা পুজোর দিন স্বামী বাড়িতেই ছিল। সন্ধ্যায় স্বামীকে বাইকে করে নিয়ে যায় ঠিকাদার। আমার স্বামীকে ওই দুইজন খুন করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। মৃতের শ্বশুর বিশ্বনাথ কর্মকার বলেন, জামাইয়ের দেহে অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের অনুমান, জামাইকে পিটিয়ে খুন করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)