• কেওয়াইসি জমা পড়েনি, জেলায় ‘ফ্রিজ’ করা হতে পারে পৌনে ৩ লক্ষ অ্যাকাউন্ট
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: কেওয়াইসি অমিল। তাই দার্জিলিং জেলায় ১০ বছরের পুরনো লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হতে পারে। ব্যাংক সূত্রে খবর, এখনও পর্যন্ত কেওয়াইসি মেলেনি প্রায় পৌনে তিন লক্ষ অ্যাকাউন্টের। এতে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টের সংখ্যা বেশি। শুক্রবার শিলিগুড়িতে রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে দু’টি সচেতনতামূলক ক্যাম্প করার পর এমন তথ্য দেন ব্যাংকের আধিকারিকরা। 

    আরবিআইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইউডেন শেরপা বলেন, বর্তমানে নিজ উপার্জন সুরক্ষিতভাবে সঞ্চয় করতে এবং সরকারি বিভিন্ন পরিষেবা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। এজন্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে রি-কেওয়াইসি করতে হবে। সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার কুমার প্রভাত রাজু জানান, দীর্ঘ ১০ বছরের পুরনো অ্যাকাউন্টগুলির রি-কেওয়াইসি নেওয়া হচ্ছে। যেসব গ্রাহক রি-কেওয়াইসি দাখিল করবেন না, তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। সরকারি সুযোগ সুবিধা মিলবে না। 

    দেশের বিভিন্ন প্রান্তের মতো এখানেও গত ১ জুলাই থেকে রি-কেওয়াইসির জন্য বিশেষ অভিযানে নেমেছে ব্যাংকগুলি। এজন্য বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময় বিজ্ঞপ্তিও জারি করেছে। লিড ব্যাংক সূত্রে খবর, শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা প্রায় ৩১টি। এর বাইরে অসংখ্য বেসরকারি ব্যাংক আছে। জেলায় কেওয়াইসিহীন দীর্ঘ ১০ বছরের পুরনো অ্যাকাউন্টের সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৮১ হাজার ৭২৭টি। যারমধ্যে ডরমেন্ট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৮০ হাজার ৭৩০টি। এখন পর্যন্ত ১ লক্ষ ৩ হাজার ৩৬৭টি অ্যাকাউন্টের কেওয়াইসি মিলেছে। লাগাতার প্রচার অভিযান চালানোর পরও রি-কেওয়াইসি মেলেনি প্রায় ২ লক্ষ ৭৮ হাজার ৩৬৬টি অ্যাকাউন্টের। আগামী ৩০ সেপ্টেম্বর ব্যাংকের রি-কেওয়াইসি নেওয়ার বিশেষ অভিযান শেষ হবে। 

    দার্জিলিং জেলার লিড ব্যাংক ম্যানেজার রাজেশ কুমার বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের পরও ব্যাংক রি-কেওয়াইসি গ্রহণ করবে। গ্রাহকদের নাম, ঠিকানা, আধারকার্ড প্রভৃতি ব্যাংকে জমা দিতে হচ্ছে। যারা এটা না করবেন, তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। 

    এদিন খড়িবাড়ি ও নকশালবাড়িতে দু’টি বিশেষ ক্যাম্প করা হয়েছে। খড়িবাড়িতে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া এবং নকশালবাড়িতে ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার উদ্যোগে ক্যাম্প হয়েছে। ক্যাম্পগুলিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, বেসরকারি এবং গ্রামীণ ব্যাংকের কাউন্টার ছিল। আরবিআইয়ের ডিজিএম ছাড়াও ক্যাম্পগুলিতে আরবিআইয়ের লিড ব্যাংক অফিসার, জেলার লিড ব্যাংক ম্যানেজার সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকরা ছিলেন। ব্যাংক সূত্রের খবর, এদিন ক্যাম্পগুলিতে ১৫শো করে গ্রাহক হাজির ছিলেন। ক্যাম্পে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট খোলা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা এনরোলমেন্ট, রি-কেওয়াইসি, ডিজিটাল প্রতারণা প্রভৃতি বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়। 
  • Link to this news (বর্তমান)