• রজতজয়ন্তী বর্ষ শীতলকুচির প্রণব শিশুতীর্থে, শুরু তিন দিনের কর্মসূচি
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • শীতলকুচি  টোটন বর্মন

    গ্রামীণ জনপদে সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে শীতলকুচির প্রণব শিশুতীর্থ। শুক্রবার প্রতিষ্ঠার ২৫তম বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী বর্ষ উদযাপন শুরু করল বিদ্যালয় কর্তৃপক্ষ। শীতলকুচি কমিউনিটি হলে তিনদিন ধরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকালে বর্ণাঢ্য পদযাত্রা শীতলকুচি বাজার পরিক্রমা করে। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রতীতি-২০২৫’-এর সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শীতলকুচি হিন্দু মিলন মন্দিরের সভাপতি সুরজিৎ রায়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শীতলকুচি হিন্দু মিলন মন্দিরের সহ সভাপতি ললিত মোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী তপনকুমার গুহ, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, শীতলকুচি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল মিশ্র, শীতলকুচি হিন্দু মিলন মন্দিরের যুগ্ম সম্পাদক ফুলেশচন্দ্র বর্মন, ললিতচন্দ্র বর্মন প্রমুখ। 

    প্রসঙ্গত, ২০০১ সালে শীতলকুচি হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে প্রণব শিশুতীর্থের পথচলা শুরু হয়। তখন ৩৪ জন পড়ুয়াকে নিয়ে শুরু হয় পঠনপাঠন। আজ ২৫ তম বর্ষে ৪৫০ জন পড়ুয়া ১২ জন শিক্ষক চার শিক্ষিকা ও চার জন শিক্ষাকর্মী রয়েছেন। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজ বহু পড়ুয়া বিভিন্ন জায়গায় কর্মরত।  এদিন সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, নৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। সন্ধ্যায় উত্তরবঙ্গ ভাওয়াইয়া সম্প্রদায়ের সঙ্গীতানুষ্ঠান মঞ্চস্থ হয়। আজ, শনিবার অঙ্কন, আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের পাশাপাশি যোগনৃত্য প্রদর্শনী, লোকনৃত্য, মুকাভিনয় অনুষ্ঠিত হবে। কাল, রবিবার ক্যুইজ, নৃত্যানুষ্ঠান, শিকারপুর ড্যান্স অ্যাকাডেমির হিপ হপ ড্যান্স, অভিভাবকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যায় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন ও তাঁর দলের ভাওয়াইয়া লোকগীতি ও পল্লিগীতি এবং নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনকৃষ্ণ দাস বলেন, এই ২৫ বছরের পথচলা আমাদের কাছে যেমন গৌরবের, তেমনই ভবিষ্যতের দায়িত্বও বটে। আমরা প্রতিজ্ঞা করছি শিক্ষার মান উন্নত করার পাশাপাশি আগামী দিনে সমাজ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)