• পুজো কমিটিগুলিকে কার্নিভালে অংশগ্রহণে উৎসাহিত করতে এবার ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ২০২৪ অর্থাৎ গত বছর দুর্গাপুজোর কার্নিভালে পুরাতন মালদহ শহরের বেশিরভাগ ক্লাব অংশ নেয়নি। তারমধ্যে বিগ বাজেটের পুজো কমিটিগুলিও রয়েছে। শহর থেকে মাত্র ছ’টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিয়েছিল। শুক্রবার দুপুরে পুরাতন মালদহ পুরসভার উদ্যোগে শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের সামনে কার্নিভালে অংশ না নেওয়ার বিষয়টি তুলে ধরেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। একই সঙ্গে বিশেষ করে বিগ বাজেটের পুজোগুলিকে এবার কার্নিভালে অংশ নিতে অনুরোধ জানান। কোনও ক্লাব অংশ নিলে তাদেরকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যে পুজোগুলি রাজ্য সরকারের অনুদান পায় না, তাদেরকে আট হাজার টাকা করে পুরসভার পক্ষ থেকে দেওয়া হবে বলে পুর চেয়ারম্যান জানিয়েছেন। 

    এদিনের বৈঠকে মঙ্গলবাড়ি ফাঁড়ি ইনচার্জ অনন্ত বিশ্বাস, পুরসভার কাউন্সিলার বিভূতিভূষণ ঘোষ, শক্রঘ্ন সিনহা, শিবশঙ্কর ভট্টাচার্য, বাসন্তী রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। পুরসভা এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ২০টি ওয়ার্ড মিলে ৯৩টি দুর্গাপুজো হয়। তারমধ্যে ৬৩টি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের অনুদান পায়। বাকি ৩০টি কমিটি অনুদান পায় না। ফি বছর ওই পুজো উদ্যোক্তাদের পাশে থাকে পুরসভা। এদিনের বৈঠকে ক্লাবগুলির কাছে পুরসভা মতামত চায়। একই সঙ্গে সরকারি নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়। 

    কোর্ট স্টেশন থেকে সদরঘাটের রাস্তা বেহাল, বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কার, এলাকায় গাছের ডালপালা কাটার দাবি জানান অনেক পুজো উদ্যোক্তা। 

    অনেক ক্লাব আবার অতীতের মতো বাজেট ভিত্তিক পুরসভার তরফে সেরা পুজোগুলিকে পুরস্কৃত করার দাবি জানায়। পুর চেয়ারম্যান বলেন, রাজ্য সরকার কার্নিভাল জেলায় জেলায় করে। ইংলিশবাজার থেকে প্রচুর ক্লাব অংশ নেয়। অথচ আমাদের শহরের ক্লাবগুলি এক্ষেত্রে উৎসাহ দেখায় না। এলাকার গম্ভীরা সহ বিভিন্ন ঐতিহ্য সেখানে তুলে ধরা যেতে পারে। কেউ অংশ নিলে পুরসভা থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে। আগের বার আর্থিক অনটনের জন্য দেওয়া হয়নি। এবার অনুদানহীন ৩০টি ক্লাবকে ৮ হাজার টাকা করে দেওয়া হবে। পুরসভার কাউন্সিলার বিজেপির বাসন্তী রায় বলেন, রাজ্যে কার্নিভাল মানে টাকা নষ্ট। এটা অন্য উন্নয়নের কাজে লাগালে ভালো হতো।
  • Link to this news (বর্তমান)