• ১৩টি পুজো কমিটিকে অনুদানের চেক বিলি
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে পুজোর অনুদান বিলি শুরু করেছে পুলিশ। শুক্রবার তারা শহরের ১৩টি পুজো মণ্ডপ ঘুরে অনুদানের চেক বিলি করেছে। এদিকে, পুজোর গাইড ম্যাপ, পুজো অ্যাপ, শিশুদের পরিচয়পত্র চালু করার উদ্যোগ নিয়েছে পুলিশ। দর্শনার্থীদের সহায়তায় পুলিশ সহায়তা কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হতে পারে। সবকিছু ঠিকঠাক চললে আগামীকাল, রবিবার গাইড ম্যাপ প্রকাশ করবে পুলিশ। সেইসঙ্গে তারা জঙ্গি কার্যকলাপ ও অপরাধ দমনে অ্যান্টি সাবতাজ সহ বিভিন্ন টিম নামাচ্ছে। 

    কয়েকদিন ধরেই শিলিগুড়িতে প্রাক্‌পুজো পরিক্রমা শুরু করেছেন পুলিশ কমিশনার সি সুধাকর। এবার তিনি বিভিন্ন পুজো মণ্ডপে হাজির হয়ে রাজ্য সরকারের অনুদানের চেক বিলি করছেন। এদিন শহরের দাদাভাই স্পোর্টিং ক্লাব ও সুব্রত সংঘকে অনুদানের টাকা দেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট দু’টি ক্লাবের পুজোর মণ্ডপে আসেন পুলিশ কমিশনার ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ প্রশাসনের আধিকারিকরা। 

    পুলিশ সূত্রের খবর, এবার মেট্রোপলিট পুলিশ কমিশনারেট এলাকায় ৭০০টিরও বেশি পুজো হচ্ছে। যারমধ্যে রাজ্য সরকারের অনুদান প্রদান করা হবে ৬৩০টি পুজো কমিটিকে। ইতিমধ্যে মণ্ডপে গিয়ে ১৩টি পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। পুলিশের এক অফিসার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো কমিটিগুলিকে চেক বিলি করা হচ্ছে। এরপর প্রতিটি থানা থেকে কমিটিগুলির মধ্যে চেক বিলি করা হবে। এদিকে আগামীকাল, মহালয়া। এক সপ্তাহ পরই পুজো। তাই দর্শনার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুলিশ। তারা পুজো অ্যাপ, গাইড ম্যাপ ও শিশুদের জন্য পরিচয়পত্র তৈরি করছে। পুলিশের এক অফিসার বলেন, সবকিছু ঠিকঠাক চললে মহালয়ার দিন অ্যাপ ও গাইড ম্যাপের উদ্বোধন করা হবে। এবার শহরে দর্শনার্থীদের সুবিধার্থে সহায়তা বুথের সংখ্যাও বাড়ানো হবে। তা ২০ থেকে বাড়িয়ে ২৫টি করা হতে পারে। 

    এরবাইরে প্রতিবেশী দু’টি রাষ্ট্র বাংলাদেশ ও নেপালে পর পর গণঅভ্যুত্থানের ঘটনা ঘটে। যারজেরে সংশ্লিষ্ট দেশগুলি থেকে সন্দেহভাজন জঙ্গি ও দাগি দুষ্কৃতীরা এপারে এসেছে বলে আশঙ্কা। তাই পুজোয় চিকেনস নেক শিলিগুড়ির নিরাপত্তায় অ্যান্টি সাবতাজ টিম সহ একগুচ্ছ টিম নামানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ।  
  • Link to this news (বর্তমান)