নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: দু’টি সিএনজি বাস রাস্তায় নামাবে এনবিএসটিসি। আজ, শনিবার শিলিগুড়িতে সেগুলির উদ্বোধন করা হবে। শুক্রবার শিলিগুড়িতে চালক ও কন্ডাক্টর সহ ১০ জনকে পুরস্কার প্রদানের পর একথা জানান নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিকে, পুজোর মুখে মাটিগাড়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে ২৫০টি হেলমেট বিলি করে পরিবহণ দপ্তর। অনুষ্ঠানে টোটো নিয়ন্ত্রণে কিউআর কোড চালু করার কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পারফরমেন্স অনুসারে চালক, কন্ডাক্টর সহ কর্মীদের সম্মান প্রদান করছে এনবিএসটিসি। এজন্য তারা এদিন বিকেলে শিলিগুড়িতে তেনজিং নোরগে বাস টার্মিনাসে একটি অনুষ্ঠান করে। সেখানে পরিবহণমন্ত্রীর হাত দিয়ে দু’টি সিএনজি বাস রাস্তায় নামানোর কথা ছিল। কিন্তু মন্ত্রী বাসগুলির উদ্বোধন করেননি। তাঁর অনুরোধে আজ, বাস দু’টির উদ্বোধন করবেন চেয়ারম্যান। তিনি বলেন, বাস দু’টি ৫৪ আসন বিশিষ্ট। শিলিগুড়ি-ফরাক্কা এবং শিলিগুড়ি-কোচবিহার রুটে চলবে। এনিয়ে নিগমের গ্যাসচালিত বাসের সংখ্যা হল ৩০টি। যারমধ্যে শিলিগুড়ি ডিভিশনে রয়েছে ১০টি। চেয়ারম্যান আরও বলেন, এবার সংস্থার প্রায় ৩৪ জন সম্মান পেয়েছেন। তাঁদের ১০ হাজার টাকার চেক, স্মারক ও শংসাপত্র দেওয়া হয়েছে। বাইক নিয়ে বেপরোয়াভাবে চলাচল করার ঘটনাও বেড়েছে। অভিযোগ, পুলিশ অভিযান চালানোর পরও অনেকেই হেলমেট মাথায় না দিয়ে বাইক চালাচ্ছেন। এই অবস্থায় এদিন মাটিগাড়ার বালাসন সেতুর কাছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করে পরিবহণ দপ্তর। অনুষ্ঠান থেকে ২৫০ জন বাইক চালককে হেলমেট দেয়। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী ছাড়াও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এনবিএসটিসি’র চেয়ারম্যান প্রমুখ ছিলেন। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন, শহরে টোটো নিয়ন্ত্রণে আনতে কিউআর কোড দিয়ে সেগুলিকে মোটর ভেহিকেলের আওতায় আনা হবে।