• মেদিনীপুরে পুজোর অনুমতির আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: এখনও দুর্গাপুজোর জন্য অনুমতি না পেলে চিন্তার কারণ নেই। অনলাইনের মাধ্যমেই পুজোর অনুমতির জন্য আবেদন করতে পারবে কমিটি। মেদিনীপুর পুরসভার তরফে এই নির্দেশিকা আসার পর খুশি পুজো কমিটিগুলি। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, অনুমতি নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে বিভিন্ন পুজো কমিটি। https://aasan.wb.gov.in/(আসান) পোর্টালে গিয়ে আবেদন করা যাবে। তবে রাজ্যের নির্দেশ অনুসারে, সকল ক্লাবকে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ফর্ম চূড়ান্তভাবে জমা দেওয়ার পর সংশোধন বা পরিবর্তনের সুযোগ থাকবে না। তাই ফর্ম জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ৬২৯১৬১৮৪৪০ নম্বরে হেল্প লাইন খোলা হয়েছে। এই নম্বরে ফোন করেও সমস্যার কথা জানাতে পারবেন পুজো কমিটিগুলি।

    মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, অনেক পুজো কমিটি আবেদন করেছে। তাঁদের আবেদনপত্র খতিয়ে দেখা হচ্ছে। বেশকিছু পুজো কমিটি অনুমতি পেয়ে গিয়েছে। কোনও পুজো কমিটি যাতে সমস্যায় না পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, ২১ তারিখ পর্যন্ত পুজো কমিটিগুলি অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এরপর আর হয়তো সুযোগ থাকবে না। ইতিমধ্যেই বহু পুজো কমিটি আবেদন করেছে। মহকুমা অফিস থেকে সম্পূর্ণ বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মেদিনীপুর শহরের উল্লেখ রয়েছে। বহু প্রাচীন এই শহরে একশোর বেশি পুজো হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৯২টি কমিটি পুজোর অনুমতি পাওয়ার জন্য আবেদন করেছে। তার মধ্যে ২২টি পুজো কমিটি অনুমতি পেয়েছে।

    মেদিনীপুর শহরের এক পুজো কমিটির সদস্য সন্দীপ মাইতি বলেন, এই প্রক্রিয়া আরও সহজ হলে ভালো হয়। তবে প্রশাসনের তরফে সহযোগিতা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)