নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাস ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হল। শুক্রবার দুপুরে হরিহরপাড়া থানার রাজ্য সড়কে গজনিপুর পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষের জেরে মালবাহী গাড়ির চালক ইনামুল শেখের মৃত্যু হয়েছে। হরিহরপাড়ার নাজিরপুরের বাসিন্দা ইনামুল সিউড়ি থেকে কলা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সংঘর্ষের পরই বাসটি নয়ানজুলিতে পড়ে যায়।
পুলিশ জানিয়েছে, বাসটি গজনিপুরের দিক থেকে বহরমপুরের উদ্দেশে যাচ্ছিল। সেসময় উল্টোদিক থেকে আসা গাড়িটি বাসে ধাক্কা মারে। এতে মালবাহী গাড়ির চালক ও খালাসি গুরুতর জখম হন। পরে চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী জখম হয়েছেন। তাঁদের তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের কারও আঘাত গুরুতর নয়। হরিহরপাড়া থানার পুলিস পৌঁছে ঘাতক গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।