• পাইকরের কিষান মান্ডিতে ইডি, নজরে চন্দ্রনাথের আয়ের উৎস
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিদ্ধ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সম্প্রতি ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। যদিও মন্ত্রীকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে ইডি। আজ শনিবার সেই মামলার ফের শুনানি রয়েছে। এদিন কারামন্ত্রীকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার পাইকরের কিষাণ মান্ডিতে তদন্তে আসে ইডির চার সদস্যের দল। তাঁরা ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সংগ্রহ করেন বেশকিছু নথি। এই নিয়ে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইডি তার কাজ করছে, আমি তাদের সহযোগিতা করছি এবং করেই যাব।

    নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। গতবছর মার্চ মাসে তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপরই ইডির আতসকাচের নীচে আসে চন্দ্রনাথ সিনহার আয়। জানা গিয়েছে, সেই টাকার উৎস খুঁজতে নেমে বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এরপর তদন্তের স্বার্থে একাধিকবার তলব করা হয় চন্দ্রনাথ সিনহাকে। কিন্তু বারবার তা এড়িয়ে যান মন্ত্রী। রাজভবন থেকে অনুমোদন পেয়ে সম্প্রতি আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। মন্ত্রীকে ইডি নিজেদের হেফাজতে পাবে কি না, তা জানা যেতে পারে আজ শুনানির পর। তার আগে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ কিষাণ মান্ডিতে আসে ইডির দল। পাইকরের কলহপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গ্রামের বাড়ি। এখানে তাঁর জমি রয়েছে। এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাইকরে ছিল তদন্তকারী দলটি। যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি ব্লক কৃষি আধিকারিক ব্যোমকেশ লেট। 

    তবে সূত্রের খবর, এই কিষাণ মান্ডির ধানক্রয় কেন্দ্রে মন্ত্রী ও তাঁর পরিবারের নামে থাকা জমির কী পরিমাণ ধান বিক্রি করা হয়েছে এবং  কত টাকা মিলেছে সেই সংক্রান্ত তথ্য জানার পাশাপাশি প্রচুর রসিদ ও কাগজপত্র জেরক্স করে নিয়ে যায় ইডির দলটি। মন্ত্রীর আয়ের উৎসের হদিশ পেতেই শুক্রবার তারা পাইকরে এসেছিল।   
  • Link to this news (বর্তমান)