সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে ছাত্রীকে নৃশংস খুন কাণ্ডে তদন্তকারী অফিসার জুলি সাহাকে ক্লোজ করা হল। শুক্রবারই তাঁকে সিউড়ি পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তে গাফিলতির অভিযোগে ওই লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। পুলিশি আশ্বাসে প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা রামপুরহাট-দুমকা রোডে অবরোধ এদিন বিকেল ৩টে নাগাদ ওঠে। নাবালিকা ছাত্রীকে নৃশংস খুনের ঘটনায় বুধবার থেকেই উত্তাল রামপুরহাট থানা এলাকা। অভিযুক্ত শিক্ষক মনোজ পালের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রামপুরহাট-দুমকা রোড অবরোধ করে আন্দোলনে নামেন স্থানীয় আদিবাসীরা। পুলিসকে ঘিরে বিক্ষোভ, তাড়া করা ও স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। শুক্রবারও রাস্তার উপর বড় বড় ঢালাইয়ের অংশ ও বাঁশ ফেলে তাঁরা অবরোধ চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনকারী সোম টুডু বলেন, ছাত্রীকে নৃংশসভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে দেওয়া হয়। এখনও তার সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দেহাংশ পাওয়া যাচ্ছে এবং এসপি এসে কথা দিচ্ছেন কতদিনের মধ্যে অভিযুক্তর ফাঁসি হবে, ততদিন অন্দোলন চলবে। স্কুল বন্ধ থাকবে।