• দুবাইয়ে বসে ‘কল সেন্টার প্রতারণা’, ধৃত বলিউড নায়িকার গার্ডেনরিচের প্রেমিক
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • শুভ্র চট্টোপাধ্যায় , কলকাতা:  গার্ডেনরিচ থেকে সোজা মরুশহর দুবাইতে! ঝাঁ চকচকে লাইফস্টাইল। একঝাঁক ফ্ল্যাট, ডুপ্লে আর ভিলার মালিকানা। সোনা-হিরেতে মোড়া শরীর। গ্যারেজে বিলাসবহুল একাধিক গাড়ি। পেশা বলতে দুবাইয়ের রিয়েল এস্টেটে বিনিয়োগ! সম্প্রতি নাম জড়িয়েছিল ক্রিকেট বেটিং অ্যাপের কারবারেও। ফেব্রুয়ারি মাসে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের দর্শক আসনে বলিউডের এক আইটেম গার্লের সঙ্গেও দেখা গিয়েছিল তাকে। তিনি নাকি সেই নায়িকার প্রেমিক, সেই কানাঘুষোও শোনা যাচ্ছিল। এহেন ‘কীর্তিমান’কে দীর্ঘদিন ধরে খুঁজছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লুকআউট নোটিশও জারি হয় তার বিরুদ্ধে। শেষপর্যন্ত বাবার শরীর খারাপের খবর পেয়ে দুবাই থেকে ফেরার সিদ্ধান্তই ধরিয়ে দিল সেই কুখ্যাত অপরাধীকে। কলকাতা বিমানবন্দরে নামা মাত্রই তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতের নাম ইমরান কুরেশি ওরফে স্যাঙ্কি ওয়াটসন। বেআইনি ‘কলসেন্টার’ প্রতারণা চক্রের ‘কিংপিন’!

    স্যাঙ্কির বাড়ি বন্দরের গার্ডেনরিচ এলাকায়। কলকাতা, সল্টলেক, নিউটাউন, হাওড়া, আসানসোল-দুর্গাপুরে বেআইনি ‘কল সেন্টার’ খুলে দেশি-বিদেশি গ্রাহকের থেকে কোটি কোটি টাকা লুটেছে একটি চক্র। তার পান্ডা বছর তিরিশের ইমরান ওরফে স্যাঙ্কি। ২০০৫’এ কারবার শুরু। গ্রাহক মূলত মার্কিন নাগরিকরা। নিজেদের মাইক্রোসফট সংস্থার শীর্ষস্তরের এগজিকিউটিভ বলে পরিচয় দিয়েই প্রতারণা চালাত স্যাঙ্কি ও তার টিম। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভুয়ো কল সেন্টার চালিয়ে প্রতারণার এক বড়সড় চক্র ধরা পড়েছিল গার্ডেনরিচ ও পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে। সেখানে চারজনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় ‘কিংপিন’ স্যাঙ্কি ওয়াটসনের নাম। জানা যায়, সে রয়েছে দুবাইতে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গিয়েছে বেআইনি কারবার থেকে অর্জিত ১৫০-২০০ কোটি টাকা। 
  • Link to this news (বর্তমান)