কাল বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না দেশে, পরিষ্কার আকাশে উঁকি দেবে শনিগ্রহ
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার রাতে, অর্থাত্ ২১ সেপ্টেম্বর। কিন্তু এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতের আকাশ থেকে দেখা যাবে না। কারণ, সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ১১টা নাগাদ। সেইসময় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মূলত দেখা যাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পূর্বভাগ ও আন্টার্কটিকার একাংশে। তবে মহাকাশ কিন্তু ভারতের মানুষকে একেবারে নিরাশ করছে না। কারণ, এইসময় আকাশের দিকে তাকালে দেখা যাবে উজ্জ্বল শনি গ্রহকে।
পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করলে সূর্যগ্রহণ হয়। এই রবিবার রাতে চাঁদ আংশিক ঢাকবে সূর্যকে। রাত ১১টায় সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে রাত ১টা ১১ মিনিটে। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শেষ হবে ভোর ৩টে ২৩ মিনিটে। এম পি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সায়েন্টিফিক অফিসার শিল্পী গুপ্ত বলছিলেন, ‘সূর্যগ্রহণ না দেখা গেলেও, ভারতের আকাশ থেকে উজ্জ্বল শনি গ্রহকে দেখা যাবে। প্রতি ৩৭৮ দিন অন্তর শনি গ্রহের প্রতিযোগ ঘটে। পৃথিবীর নিরিখে সুর্যের একেবারে বিপরীতে অবস্থান করে। বলা যেতে পারে শনি গ্রহের পূর্ণিমা ঘটে। রবিবার শনি প্রতিযোগ অবস্থানে আসবে ভারতীয় সময় সকাল ১১টা ১৬ মিনিট নাগাদ। পৃথিবী থেকে ১২৮ কোটি কিলোমিটার দূরত্বে । ফলে রাতের আকাশে শনি দেখাবে বেশ উজ্জ্বল।’
তবে শনির বলয় কিন্তু এদিন দেখা যাবে না। শিল্পী গুপ্ত বলছিলেন, ‘১৩-১৫ বছর অন্তর এই দুই গ্রহের পারস্পরিক কোণ এমন তলানীতে ঠেকে যে শনির বলয় পৃথিবী থেকে দেখা যায় না। একে বলে ‘রিং প্লেন ক্রসিং’। পৃথিবী থেকে শনির বলয়কে সরল রেখার মতো দেখায়। চলতি বছরের মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত এমনই থাকবে বালয়ের দশা। ডিসেম্বর থেকে একটু একটু করে আবার বলয় দৃশ্যমান হবে। টেলিস্কোপের সাহায্যে পরিষ্কার দেখা যাবে শনির সবথেকে বড় উপগ্রহ টাইট্যান। সেদিন সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩৩ মিনিটে ও পূব আকাশে শনির উদয় হবে সন্ধে ৫টা ৫৯ মিনিটে। সারা রাত শনিগ্রহ থাকবে রাতের আকাশে। পরের দিন সূর্যদয়ের সঙ্গে অস্ত যাবে শনি। প্রতীকী ছবি