ভুয়ো নিয়োগপত্র দিয়ে কলকাতা স্টেশনে ১২ দিনের নকল ট্রেনিং! রেলে চাকরির প্রতারণায় উদ্ধার টাকা, ধৃত ৩
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রেলের গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরি। পোস্টিং শিয়ালদহ স্টেশনে। এমনই টোপে পা দিয়ে পৌনে ৫ লক্ষ টাকা দিয়ে ফেলেছিলেন এক যুবক। তারপর মিলেছিল ভুয়ো নিয়োগপত্র। এমনকী, কলকাতা স্টেশন চত্বরে ১২ দিনের নকল ট্রেনিংও হয়! কিন্তু, পোস্টিং হয়নি! ওই অভিনব প্রতারণার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে খোয়া যাওয়া সাড়ে ৪ লক্ষ টাকা উদ্ধার করল নারায়ণপুর থানার পুলিশ। থানায় ডেকে প্রতারিত যুবকের হাতে ওই টাকা ফিরিয়েছে পুলিশ। তাতে উচ্ছ্বসিত যুবক। তিনি পুলিশকে কুর্নিশ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত যুবকের বাড়ি নারায়ণপুর থানার অন্তর্গত ছোট গাঁতি এলাকায়। রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় গত ২৮ মে তিনি নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বারাসতের একটি শপিংমলের কাছে এক যুবকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। সে রেলে চাকরির ‘অফার’ দেয়। এর জন্য ৭ লক্ষ টাকা দাবি করে। পরে ওই ব্যক্তি প্রতারিত যুবকের বাড়িতেও আসে। সেখানেও একই টোপ দেয়। সরকারি চাকরির লোভ সামালতে পারেননি ওই যুবক। তারপর কয়েক দফায় তিনি মোট ৪ লক্ষ ৭৩ হাজার টাকা দিয়ে ফেলেন।
এরপরই ওই যুবককে একটি নিয়োগপত্র দেওয়া হয়। যুবক সেটি সত্যি মনে করলেও তা আসলে ভুয়ো। পরে তাঁকে কলকাতা স্টেশনে ট্রেনিংয়ের জন্য যেতে বলা হয়। স্টেশন সংলগ্ন এলাকায় একটি আবাসনে ১২ দিন ধরে তাঁর ট্রেনিং হয়। ট্রেনিং শেষেই শিয়ালদহ স্টেশনে জয়েন করার কথা ছিল। অভিযোগ, তারপর ওই ব্যক্তি আর কোনও যোগাযোগ করেনি। ফোনও ধরেনি ওই যুবকের। ধীরে ধীরে ওই যুবক বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার। তারপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ পরপর তিনজনকে গ্রেপ্তার করে। তাদের হেপাজত থেকেই প্রতারণার ৪ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়।