• ‘চাকরিহারা গ্রুপ সি-ডি কর্মীদের কোনও ভাতা নয়’
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরি হারানো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

    এর আগে চাকরিহারাদের ভাতা দেওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। গত জুন মাসে জারি করা ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ছিল শুক্রবার পর্যন্ত (তিন মাস)। আরও ৪ মাস ১০ দিনের জন্য সেই স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করেছে আদালত। উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও এই ২৬ হাজারের মধ্যে রয়েছেন। মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, এসএসসির চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।  
  • Link to this news (বর্তমান)