প্রকাশিত পুজো গাইড ম্যাপ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর পুলিশ জেলায় দুর্গাপুজোয় নিরাপত্তা রক্ষা করতে মোতায়েন থাকবে ২০০০ পুলিশ কর্মী। সিনিয়র থেকে জুনিয়র সব অফিসারকে বিভিন্ন দায়িত্বে রাখা হবে। শুক্রবার এই পুলিশ জেলার পুজো গাইড ম্যাপ উদ্বোধনের পর এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। তিনি বলেন, বারুইপুর ও ক্যানিং মহকুমা মিলিয়ে ১ হাজার ৭৯৯ ছোট বড় রেজিস্ট্রার্ড পুজো রয়েছে। এর বাইরে আরও নতুন নতুন পুজো আছেই। নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, তার জন্য দিন রাত মোতায়েন থাকবে বাহিনী। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পুলিশ সহায়তা বুথ। এর বাইরে থাকবে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে এনসিসি ক্যাডেট কর্পস।
এদিন মহামায়াতলার জয় হিন্দ অডিটরিয়ামে ম্যাপ প্রকাশ অনুষ্ঠান হয়। পুজোর সময় সাইবার অপরাধীরা নানাভাবে ফাঁদ পেতে যে কারও টাকা আত্মসাৎ করে নিতে পারে, তাই এই নিয়ে সবাইকে সতর্ক করেছে পুলিশ কর্তারা। সাধারণত, এই উৎসবের সময় অনেকেই বেড়াতে যান। বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। সেক্ষেত্রে কেউ পুলিশকে যদি জানিয়ে যায়, যে তাঁর বাড়ি খালি থাকবে, তাহলে সেই বাড়ি জিও ট্যাগ করে টহলদারি দলকে সেখানে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হবে। সে কথাও এদিন পুলিশ সুপার জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তার জন্য উইনার্স টিম টহল দেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, একাধিক বিধায়ক সহ পুলিশের কর্তারা। -নিজস্ব চিত্র