• পুজোর আগে রাস্তা ভালো, তারপরই খারাপ কেন? মেয়রকে প্রশ্ন মহিলার
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে শহরের অনেক রাস্তাই মেরামত করা হয়েছে। যেখানে কোনও রাস্তা ছিল না, সেখানেও কাজ হয়েছে। কিন্তু পুজো এলেই রাস্তা ভালো হয়ে যায়। পরেই তা আবার বেহাল হয়ে যায় কেন? বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো ভালো রাস্তা কলকাতায় কেন হবে না? রাস্তার মাঝে মেয়র ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে শুক্রবার সন্ধ্যায় এমন প্রশ্নই করে বসলেন হরিদেবপুরের বাসিন্দা এক মহিলা। তাঁর প্রশ্ন শুনে মেয়রের ব্যাখ্যা, ‘ওখানে মাটির তলায় নানারকম পরিষেবার লাইন নেই। কলকাতায় এই কারণে আকছার রাস্তা কাটতে হচ্ছে। আবার মেরামত করা হচ্ছে। কিন্তু যেখানে রাস্তাই ছিল না, এমন অনেক জায়গায় নতুন এবং ভালো রাস্তা হয়েছে।’ 

    এদিন বিকেলের পর বেহালা, জোকা, ঠাকুরপুকুর, গড়িয়া, হরিদেবপুর এলাকা ঘুরে দেখেন মেয়র। সেখানে পুরসভার আওতাধীন কেইআইআইপি প্রকল্পে নিকাশি ব্যবস্থার মানোন্নয়নের কাজ হয়েছে। সেই কাজের পরও বাসিন্দাদের অসন্তোষ কমেনি। কারণ, কাজের জন্য রাস্তাঘাটের একেবারে বেহাল দশা হয়েছিল। মেয়র জানিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুরসভার হাতে থাকা সব রাস্তা চলাচলের যোগ্য করে তোলা হবে। সেই মতো রাস্তাঘাট কতটা মেরামত হয়েছে, কী অবস্থায় রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন মেয়র। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ ধরে বি এল শা রোড, তারপর মতিলাল গুপ্ত রোড, জেমস লং সরণি, জোকার ডায়মন্ড পার্ক এলাকা ঘুরলেন তিনি। এই অঞ্চলের শহরের অন্যতম চারটি বড় পুজো (বড়িশা, নতুন দল, হরিদেবপুর ৪১ পল্লি এবং অজেয় সংহতি) রয়েছে।  তারপর বেহালা মহাত্মা গান্ধী রোড ধরে টালিগঞ্জ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড ধরে গড়িয়া এলাকা ঘোরেন মেয়র। সেখানেও বেশ কয়েকটি রাস্তার কাজ হয়েছে। সেই পথেই মেয়রকে সামনে পেয়ে ওই অনুযোগ করেন মহিলা। মেয়র বলেন, ‘মানুষের জন্যই তো আমরা। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। মানুষ যদি সহজে অভিযোগ জানাতে না পারে, তাহলে আমরা সমস্যা জানব কীভাবে! ভালোভাবে কাজ হবেই বা কী করে!’ 

    ওই অঞ্চল ঘুরে রাতে শহরের পূর্ব, উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার রাস্তা পরিদর্শন করেন তিনি। মেট্রোপলিটন থেকে বেরিয়ে প্রথমে বেলেঘাটা বিল্ডিং মোড়, বেলেঘাটা রোড, সি আই টি মোড়, ফুলবাগান মোড়, সি আই টি রোড, উল্টোডাঙ্গা হাডকো মোড়, উল্টোডাঙা মেইন রোড, খান্না হয়ে এ পি সি রোড। তারপর শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল অ্যাভিনিউ, মৌলালি হয়ে এ জে সি বোস রোড ধরে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। সেখান থেকে নিউ পার্ক স্ট্রিট, গড়িয়াহাট রোড, গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ ধরে টালিগঞ্জ ফাঁড়ি, টালিগঞ্জ সার্কুলার রোড নিউ আলিপুর স্টেশন বঙ্কিম মুখার্জি সরণি হয়ে ডায়মন্ডহারবার রোড। সেখান থেকে মোমিনপুর হয়ে হাজরা মোড়ে সফর শেষ করেন তিনি। গড়িয়াহাট রোডে কংক্রিট ব্লকের কাজ খতিয়ে দেখেন তিনি। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)