নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট পার্ক থানার গাছতলায় লরির ধাক্কায় মৃত্যু হল স্কুটার চালকের। মৃতের নাম শুভাশিস মণ্ডল (২৫)। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ এই দুঘর্টনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় ওই স্কুটার চালককে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিজেন্ট পার্ক থানার পুলিশ চালক সহ লরিটিকে আটক করেছে।