• কিশোরীকে যৌন হেনস্তা, যুবকের ৩ বছরের জেল
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত এক যুবককে তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। তার নাম মহম্মদ শাহনওয়াজ আলি। শুক্রবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালত এই আদেশ দেয়। বিচারক এই সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস হাজতবাসের নির্দেশ দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি মৌসুমি রায়চৌধুরী বলেন, ২০২১ সালের ১২ জুলাই ঘটনাটি ঘটে বউবাজার থানা এলাকায়। পরে কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হয়। এদিন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে।
  • Link to this news (বর্তমান)