• দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধায় নয়া অ্যাপ কলকাতা পুলিশের
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: দুর্গাপুজো উপলক্ষে রাজ্য পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশও পুজোয় একগুচ্ছ কড়া পদক্ষেপ করছে। পুজোর নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বেহালার নতুন দল, সুরুচি সঙ্ঘ–সহ একাধিক মণ্ডপের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি।

    শুক্রবার ভবানী ভবনে রাজ্য পুলিশের এডিজি (আইন–শৃঙ্খলা) জাভেদ শামিম সাংবাদিক বৈঠকে জানান, মহালয়ার দিন কলকাতা–সহ বিভিন্ন জেলার ঘাটগুলিতে যাতে সুষ্ঠ ভাবে তর্পণ করা যায়, তার জন্য একাধিক ব্যবস্থা থাকছে। মহালয়ার সকাল থেকে বিভিন্ন ঘাটে পুলিশ মোতায়েন থাকবে।

    পাশাপাশি দুর্গাপুজো থেকে পুজো কার্নিভাল এবং লক্ষ্মীপুজোর বিসর্জন যাতে সুষ্ঠু ভাবে করা যায়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে ঘাটগুলিতে। কলকাতার পাশাপাশি, জেলার যে পুজোগুলিতে ভিড় বেশি হয়, সেখানেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতিটি জেলায় প্রায় ১০–১৫ হাজারের বেশি ফোর্স থাকবে। মোতায়েন থাকবে, হোমগার্ড ও এনসিসি।

    শুক্রবার মনোজ ভার্মা চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ ও বেহালা নতুন দলের পুজো মণ্ডপ খতিয়ে দেখেন। মণ্ডপে ভিড় সামলানো, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলেন তিনি। মহালয়ার দিন থেকে কলকাতা জুড়ে পুলিশি ব্যবস্থা থাকছে। ভিড় নিয়ন্ত্রণ ও ট্র্যাফিক নিয়ন্ত্রণের উপরেও জোর দেওয়া হচ্ছে।

    মনোজ বলেন, ‘দুর্গাপুজোর সময়ে দর্শনার্থীদের সুবিধার্থে জন্য একটি অ্যাপ তৈরি করেছে কলকাতা পুলিশ। কয়েক দিন পরেই ওই অ্যাপ লঞ্চ হবে। পুজোমণ্ডপে কোথা দিয়ে যাওয়া যাবে তা জানা যাবে। এ ছাড়াও আশপাশে কোন পুজো রয়েছে, জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর, হেল্পলাইন নম্বর থাকবে।’

    কলকাতার পাশাপাশি জেলাতেও পুজোর দিনগুলিতে পুলিশি নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় ৪ ও ৫ অক্টোবর তারিখে কার্নিভাল হবে। সেখানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘট‍না না ঘটে তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বাড়ানো হবে। ভিড় নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থার উপরেও জোর দেওয়া হচ্ছে। প্রবীণ, শিশু এবং মহিলারা যাতে অপরাধের শিকার না হন, সে দিকেও নজর রাখবে পুলিশ।

  • Link to this news (এই সময়)