• রোহিনীতে দিল্লি পুলিশের এনকাউন্টার! কুখ্যাত দুষ্কৃতী গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • দিল্লির রোহিনীতে কুখ্যাত গোগি গ্যাংয়ের সঙ্গে দিল্লি পুলিশের ব্যাপক সংঘর্ষ। জানা গিয়েছে, পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের ব্যাপক গুলির লড়াই হয়। সব শেষে এই কুখ্যাত দুষ্কৃতী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর।

    জানা গিয়েছে, শনিবার ভোর রাতে রোহিণীর বুধ বিহার এলাকায় দিল্লি পুলিশ এবং কুখ্যাত গোগি গ্যাংয়ের সদস্যদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয়। গুলি বিনিময়ের সময় দুষ্কৃতীদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তার করা হয়েছে তাদের।

    পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ইরফান এবং লালু নামে দুই দুষ্কৃতী গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন, তৃতীয় জন নীতেশকে অক্ষত অবস্থায় আটক করা হয়েছে। অভিযানের সময় গ্যাং সদস্যদের ব্যবহৃত গাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কুখ্যাত গোগি গ্যাংয়ের বাকি সদস্যজের খোঁজ চালাচ্ছে পুলিশ। তোলাবাজি, হুমকি-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য পরিচিত এই গোগি গ্যাং।

    উল্লেখ্য, দিল্লি পুলিশ মাদক পাচার রুখতে এবং কুখ্যাত অপরাধীদের ধরতে ‘অপারেশন আঘাত’ নামে একটি অভিযান চালাচ্ছে। এই অভিযানে এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ১৩টি পিস্তল-সহ উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্যও বাজেয়াপ্ত করেছে বলে খবর।

  • Link to this news (এই সময়)