• Live: হাওড়া থেকে রাঁচি যাওয়ার পথে থমকাল বন্দে ভারত
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • হাওড়া থেকে রাঁচি যাওয়ার পথে থমকাল বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশার প্রায় ১০০টি জায়গায় এই কর্মসূচি নিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো।

    কুড়মিদের রেল অবরোধ আন্দোলনের সে ভাবে কোনও প্রভাব পড়ল না শনিবার। এ দিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের খেমাশুলি স্টেশনে দেখা গেল না কোনও কুড়মি আন্দোলনকারীকেই। রেল পুলিশ ও জেলা পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে ওই এলাকা।

    সেনা ও জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের উধমপুর। শনিবার সকালে এক সেনা জওয়ান গুরুতর আহত হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তিন থেকে চার জন জঙ্গিকে কোণঠাসা করে ফেলেছে নিরাপত্তাবাহিনী। এদের প্রত্যেকেই জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে অনুমান।

    শনিবার সাতসকালে দিল্লির একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি। ইতিমধ্যেই স্কুলগুলিতে পৌঁছেছে পুলিশের টিম এবং তা খালি করা হচ্ছে। 

    শনিবার টালা প্রত্যয় এবং শ্রীভূমির পুজো মণ্ডপের উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী প্রথমে টালা প্রত্যয়ে যাবেন।  এর পরে তাঁর শ্রীভূমিতে যাওয়ার কথা রয়েছে। 

    ২১ তারিখ মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ দিন আকাশ থাকবে রোদ ঝলমলে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকবে। আজও শহরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • Link to this news (এই সময়)