• কলকাতার মেট্রো রেলের যাত্রীদের জন্য এল সুখবর! গ্রিন লাইনে আরও মেট্রো পরিষেবা...
    আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার মেট্রো রেলের যাত্রীদের জন্য এল সুখবর। আগামীকাল, শনিবার থেকে গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। এতদিন এই লাইনে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১৮৬টি ট্রেন চলত। এখন থেকে সেই সংখ্যা বাড়িয়ে ২২৬ করা হবে। অর্থাৎ প্রতিদিন চলবে আরও চল্লিশটি বাড়তি মেট্রো। ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার্থে এখন থেকে প্রতি ছয় মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। এতদিন এই ব্যবধান ছিল আট মিনিট। নতুন সূচি কার্যকর হলে কর্মজীবী মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রী- সকলের যাতায়াত আরও আরামদায়ক এবং সময় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

    অন্যদিকে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি থেকে মুক্ত করতে মেট্রো কর্তৃপক্ষ ডিজিটাল টিকিটিং পরিষেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে। স্মার্ট কার্ড বা মোবাইল কিউআর টিকিট ব্যবহার করলে যাত্রীরা পাঁচ শতাংশ পর্যন্ত ছাড় বা বোনাস পাবেন। এজন্য ‘আমার কলকাতা মেট্রো’ নামের মোবাইল অ্যাপ ডাউনলোড করার আবেদন করা হয়েছে। অ্যাপ মারফত স্মার্ট কার্ড রিচার্জ বা টিকিট বুক করলে কাউন্টারের ভিড় এড়ানো যাবে এবং সময়ও বাঁচবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, যাত্রীরা যেন স্টেশন চত্বরে অন-ডিউটি কর্মীদের নির্দেশ এবং স্টেশনে প্রচারিত ঘোষণাগুলি অনুসরণ করেন।

    বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করা হয়েছে মেট্রোর পক্ষ থেকে। প্রতিটি মেট্রো স্টেশনের কাউন্টারে এখন পর্যটক স্মার্ট কার্ড পাওয়া যাচ্ছে। এই কার্ডের সাহায্যে তিন দিন বা পাঁচ দিনের জন্য যত বার খুশি মেট্রোতে চড়া যাবে। তিন দিনের কার্ডের দাম ধরা হয়েছে ২৫০ টাকা এবং পাঁচ দিনের জন্য ৫৫০ টাকা। দেশি-বিদেশি পর্যটকদের জন্য এই কার্ড অত্যন্ত লাভজনক হবে বলেই ধারণা।

    মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মেট্রো কলকাতার গর্ব। আর এই মেট্রোকে স্বচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চালাতে যাত্রীদের সহযোগিতা কাম্য। যাত্রীদের বাড়তি সুবিধার জন্যই গ্রিন লাইনে পরিষেবা বাড়ানো হচ্ছে। খরচে সাশ্রয়, সময় বাঁচানো এবং আরামদায়ক যাতায়াতের মাধ্যম হিসেবে মেট্রো ইতিমধ্যেই শহরবাসীর প্রথম পছন্দ হয়ে উঠেছে। নতুন সূচি কার্যকর হলে যাতায়াত আরও মসৃণ হবে।
  • Link to this news (আজকাল)