সাত সকালেই দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি! তদন্তে পুলিশ
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: ফের সেই একই রোজনামচা। আদালতের পর দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি। যাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে গেল দিল্লির একাধিক নামজাদা স্কুলে। দ্বারকা, নাজফগড় এলাকার স্কুলগুলিতে বোমা হামলার হুমকি আসে। যদিও ই-মেলে নয়, এবার উড়ো ফোনে হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলিতে। তেমনটাই জানিয়েছে পুলিশ। আজ, শনিবার সকাল ৬.৩০ মিনিটে নাজফগড় এলাকার একটি স্কুল থেকে ফোন যায় দমকল বিভাগে। তাতে বলা হয়, স্কুলে বোমা রাখা হয়েছে বলে কেউ ফোনে হুমকি দিয়েছে।দ্রুত কোনও পদক্ষেপ নিন। ফোন পেয়েই ওই স্কুলে ছুটে যান দমকলের কর্মীরা। সঙ্গে খবর দেওয়া হয় দিল্লি পুলিশকেও। নাজফগড়ের স্কুলটিতে পৌঁছয় বম্ব স্কোয়াডও। খালি করে দেওয়া হয় গোটা স্কুল। তল্লাশিতে যদিও কিছুই পাওয়া যায়নি। এছাড়াও আরও যে স্কুলগুলিতে এই ধরণের উড়ো ফোনে হুমকি এসেছে সেখানেও পৌঁছেছে পুলিশ। নিরাপদ স্থানে পাঠানো হয়েছে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের। তল্লাশি চলছে। পাশাপাশি কোথা থেকে ফোনটি এসেছিল সেই বিষয়েও তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।