• আদিবাসী কুড়মি সমাজের ‘রেল রোকো’ কর্মসূচির জেরে বেশ কিছু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পুজোর প্রাক্কালে আজ, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘রেল টেকা’ (রেল অবরোধ) ও ডহর ছেঁকার (পথ অবরোধ) ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। জাতিসত্ত্বার দাবিকে সামনে রেখে রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশায় এই অবরোধ হবে বলে জানিয়েছে কুড়মিরা। মোট প্রায় ১০০টি পয়েন্টে অবরোধ হওয়ার কথা রয়েছে। পুরুলিয়ার সমস্ত স্টেশনেই অবরোধ করবে বলে আগেই জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্বরা। সেই অবরোধ আটকাতে বদ্ধ পরিকর পুলিশ, প্রশাসন ও রেল। একটি জনস্বার্থ মামলার শুনানিতে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই অবরোধ সম্পূর্ণভাবে বেআইনি এবং অসাংবিধানিক। অবরোধ আটকাতে রেল ও রাজ্য পুলিশকে যথাযত পদক্ষেপ করতে হবে। আদালতের নির্দেশ পালনে বদ্ধপরিকর প্রশাসন। তার মাঝেই পরিস্থিতির কথা ভেবে একগুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল।আজ, শনিবার বাতিল থাকবে- ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান মেমু, ৬৮০১৯/৬৮০২০ টাটানগর-গয়া-টাটানগর মেমু, ৬৮০০৩/৬৮০০৪ টাটানগর-গয়া-টাটানগর।ঘুরপথে চলছে- ১৮০১৩ আদ্রা-বোকারো স্টিল সিটি এক্সপ্রেসযাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে- ১৩৩২০ রাঁচি-দুমকা এক্সপ্রেসনিয়ন্ত্রণ করা হচ্ছে বেশি কিছু ট্রেনের, সেগুলি হল- ১) ২০৮৮৭ রাঁচি-বারাণসী বন্দে ভারত ২) ২০৮৯৩ টাটানগর-পাটনা বন্দে ভারত৩) ১৮৬২৬ হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস৪) ১৩৩৫২ আলাপ্পুজা-ধানবাদ এক্সপ্রেস
  • Link to this news (বর্তমান)