রাজ্যের ভোটকর্মীদের এক ছাতার তলায় আনতে উদ্যোগ কমিশনের, চালু নয়া পোর্টাল
হিন্দুস্তান টাইমস | ২০ সেপ্টেম্বর ২০২৫
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ডিজিটাল উদ্যোগ নিল। রাজ্যের প্রায় ৩২ হাজার ভোটকর্মীকে এক ছাতার তলায় আনতে বৃহস্পতিবার চালু হল বিশেষ পোর্টাল। । মূল উদ্দেশ্য, ভোটকর্মীদের পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ ও সুনিয়ন্ত্রিত করা।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগীর উপস্থিতিতেই ভার্চুয়ালি এই পোর্টালের সূচনা হয়। অনুষ্ঠানে যোগ দেন প্রতিটি জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, এসডিও এবং অফিসার ইন-চার্জরাও। উদ্বোধনের পাশাপাশি ওই দিন কর্মকর্তাদের পোর্টালের ব্যবহার ও সফটওয়্যার পরিচালনার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকে ঘিরে জেলা পর্যায়ে করণীয় কাজের প্রাথমিক সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখও বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকের বক্তব্য অনুযায়ী, আগামী নির্বাচনে রাজ্যে প্রায় ১৪ হাজার নতুন ভোটকেন্দ্র যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও প্রাক্তন অনেক ভোটকর্মীকে বুথ স্তরের কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। ফলে বিপুল সংখ্যক কর্মীকে একই সঙ্গে সমন্বয় করার প্রয়োজনীয়তা থেকেই এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্ম।
নতুন পোর্টালে ভোটকর্মীদের জন্য থাকছে বেশ কিছু আধুনিক সুবিধা। এর মাধ্যমে অনলাইনে প্রশিক্ষণ, মক টেস্ট, নিয়োগপত্র ডাউনলোড, এমনকি নির্বাচনের অভিজ্ঞতা পর্যবেক্ষণও সম্ভব হবে। লগ-ইন করেই প্রতিটি ভোটকর্মী নিজের সমস্ত তথ্য নথিভুক্ত করতে পারবেন। ফলে ভোটের সময় নথি বা তথ্যসংক্রান্ত জটিলতা কমবে, প্রশাসনিক কাজও হবে দ্রুত ও স্বচ্ছভাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই পোর্টালের মাধ্যমে শুধু তথ্য ব্যবস্থাপনা নয়, ভবিষ্যতে ভোটকর্মীদের জন্য আরও নানা পরিষেবা এক জায়গায় আনার পরিকল্পনা রয়েছে। ফলে ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবেই দেখছেন প্রশাসনিক মহল।