সুমিত বিশ্বাস, পুরুলিয়া: তফসিলি জনজাতি তকমা চেয়ে ঝাড়খণ্ডে ট্রেন রুখল কুড়মিরা। শনিবার সকাল থেকে ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধ করছেন তাঁরা। বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেস। সময় পরিবর্তন করা হয়েছে একটি ট্রেনের। কুড়মিদের অসাংবিধানিক ও বেআইনি অনির্দিষ্টকালীন রেল ও সড়ক অবরোধ রুখতে তৎপর বাংলা ও রেল পুলিশ। বাংলার কোনও স্টেশনে রেল আটকাতে পারেননি তাঁরা।
বিক্ষোভ-অবরোধের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে রেল। রেল তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পূর্ব মধ্য রেলওয়েতে ধানবাদ ডিভিশনের বিভিন্ন স্থানে ঝাড়খণ্ডের আদিবাসী কুর্মি সমাজের বিক্ষোভের কারণে কয়েকটি ট্রেন যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
১২০১৯ হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে। আসানসোল- জয়চণ্ডী পাহাড়-রাঁচি হয়ে চলবে। ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল-ঝাঝা-কিউল-গয়া হয়ে ডাইভার্ট করা হয়েছে। ০৯৪৩৮ শিয়ালদহ-গান্ধীধাম এক্সপ্রেস বিশেষ আসানসোল- ঝাঝা- কিউল- গয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সবকটি ট্রেনই আজ, শনিবার যাত্রা শুরু করেছে বা করবে। অন্যদিকে এখন পর্যন্ত তিনটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১৩৫৫৩ আসানসোল-বারানসী এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ১৩৩১৯ দুমকা – রাঁচি এক্সপ্রেস বরাকরে যাত্রা শেষ করবে। ১৩৫০৩ বর্ধমান – হাতিয়া মেমু এক্সপ্রেসেরও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
ঝাড়খণ্ডে অবরোধ করা হলেও সকাল সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া তথ্যে জঙ্গলমহলের চারজেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে রেল চলাচল স্বাভাবিক ছিল। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এমনকী গ্রামীণ পথেও কোন অবরোধের খবর আসেনি। রাত থেকেই বিভিন্ন স্টেশন ও সড়কে রেল ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। পুরুলিয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে পুরুলিয়া স্টেশন থেকে রওনা দিয়েছে। ঝালদা স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে পাড় হয় রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আদালতের রায় অনুযায়ী কুড়মিদের এই আন্দোলন অসাংবিধানিক। তা রুখতে তৎপর বাংলা প্রশাসন।