কেন্দ্র-রাজ্য টানপড়েনে দীর্ঘদিন ধরেই বাংলায় একশো দিনের প্রকল্পে কাজ বন্ধ। আদালতের নির্দেশের পরেও এখনও তা শুরু হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত একশো দিনের কাজ চালুর দাবিতে বিধাননগরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ‘মৃত্তিকা ভবনে’ বিক্ষোভ দেখাল খেতমজুর সংগঠন।
নেতৃত্বের বক্তব্য, কাজ চালু না হলে উপভোক্তাদের অবিলম্বে বেকার ভাতা দিতে হবে। বিক্ষোভের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে মন্ত্রীর জন্য দাবিপত্রও দিয়েছেন তাঁরা।