• রায়চকের কাছে নতুন জাহাজ নির্মাণ কারখানা
    আনন্দবাজার | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ্যে নতুন জাহাজ নির্মাণ কারখানা তৈরির লক্ষ্যে হাত মেলাল কলকাতা তথা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। সারা দেশে বন্দর কেন্দ্রিক শিল্পায়ন এবং বাণিজ্য বিকাশের লক্ষ্যে শুক্রবার গুজরাটের ভাবনগরে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে ২৭টি মউ-চুক্তি সম্পাদিত হয়।

    কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং কেন্দ্রের শ্রম ও ক্রীড়া দফতরের মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার উপস্থিতিতে ওই চুক্তি হয়। গুজরাটের ভাবনগরে আজ, শনিবার জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে, শুক্রবার বন্দর কেন্দ্রিক শিল্পায়নের অঙ্গ হিসেবে ওই চুক্তিকে রাজ্যের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    রায়চকের কাছে কলকাতা বন্দরের ৩১.৫ একর জমিকে ব্যবহার করে নতুন ওই কারখানাকে গ্রিনফিল্ড প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য দুই সংস্থার সহযোগিতায় নতুন একটি বিশেষ সংস্থা (এস পি ভি বা স্পেশাল পারপাস ভেহিকল) তৈরি করা হবে। ওই সংস্থার তত্ত্বাবধানেই নতুন কারখানা গড়ে উঠবে বলে জানিয়েছেন কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন। কারখানা নির্মাণের প্রয়োজনীয় জমি কলকাতা বন্দর বিনামূল্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে দেবে। জাহাজ নির্মাণের কারখানা গড়ার প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করবে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। পরে উৎপাদন শুরু হলে দুই সংস্থার মধ্যে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভাগাভাগি হবে। নতুন কারখানায় লভ্যাংশের ৮৫ শতাংশ পাবে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এবং ১৫ শতাংশ পাবেকলকাতা বন্দর।

    আধুনিক প্রযুক্তির উন্নত বাণিজ্যিক পোত ছাড়াও জাহাজ মেরামতির কাজ হবে নতুন কারখানায়। ভৌগোলিক ভাবে রায়চকের অবস্থান গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

    রাষ্ট্রায়ত্ত মিনিরত্ন কারখানা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এ দিন সংস্থার কর্মকাণ্ড সম্প্রসারণের অঙ্গ হিসেবে কাণ্ডালা, ভাবনগর বন্দরের সঙ্গেও চুক্তি করেছে। এ ছাড়াও প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তার ক্ষেত্র প্রসারিত করতে ইন্ডিয়ান পোর্টরেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে সংস্থার মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই সংস্থা শিপিং কর্পোরেশনেরসঙ্গে মিলে ব্যাটারি চালিত টাগবোট তৈরি করবে বলে সূত্রের খবর। শনিবার ভাব নগরের সভা থেকে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে গুজরাটের লোথালে দেশের প্রথম পোত এবং জলপথ কেন্দ্রিক ঐতিহ্য সংরক্ষণে জাদুঘরের নির্মাণ কাজ দেখতে যাবেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (আনন্দবাজার)