• উত্তর থেকে দক্ষিণের মণ্ডপ ঘুরে পুজো-প্রস্তুতি দেখলেন নগরপাল
    আনন্দবাজার | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • দুয়ারে কড়া নাড়ছে পুজো।কলকাতার মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, বেহালা নূতন দল, দেশপ্রিয় পার্ক, টালা প্রত্যয়-সহ বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা।

    এ দিন চেতলা অগ্রণী দিয়ে শুরু হয় নগরপালের পরিদর্শন। তিনি বলেন, ‘‘ছ’মাস ধরে পুলিশের সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠক হয়েছে। এর আগে যুগ্ম-নগরপাল (সদর) বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। আমরা আর এক বার চূড়ান্ত ভাবে বিষয়টি খতিয়ে দেখছি। নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, অগ্নি-নির্বাপণ-সহ বিভিন্ন ব্যবস্থাকেমন থাকছে, সেই বিষয়গুলি দেখা হচ্ছে। কলকাতা পুলিশ পুরোপুরি প্রস্তুত।’’ নগরপাল জানান, দর্শনার্থীদের সুবিধার জন্য কলকাতা পুলিশ একটি অ্যাপ তৈরিকরেছে। তার পাশাপাশি আপৎকালীন নম্বর এবং হেল্পলাইন নম্বরও চালু থাকবে।

    এ দিকে, গুলশন কলোনিতে দুষ্কৃতী-তাণ্ডবে মূল অভিযুক্ত মিনি ফিরোজ এবং একবালপুরে প্রতিবাদীকে খুনের ঘটনায় অভিযুক্তেরা কেউ ধরা পড়ল না কেন, সে ব্যাপারে প্রশ্ন করা হলে নগরপালের আশ্বাস, অপরাধীরা ধরা পড়বেই। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্যোক্তা, বিজেপির পুরপ্রতিনিধি সজল ঘোষ অভিযোগ করেছেন,ওই পুজোর ব্যাপারে বার বার চিঠিদিয়ে হয়রান করছে কলকাতা পুলিশ। সেই অভিযোগ অস্বীকার করে নগরপাল বলেন, ‘‘দুর্গাপুজোয় আমাদের লক্ষ্য, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। পুজো কমিটিতে যাঁরা আছেন, তাঁদেরও নিশ্চয়ই সেই লক্ষ্য থাকে। কতদর্শনার্থী হতে পারে, কী ভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, সাধারণ মানুষের নিরাপত্তা কী ভাবে নিশ্চিত করা যায়, সে সব বিষয়েই চিঠি দেওয়া হয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)