পুজো কি ভাসবে? ষষ্ঠীর দু’দিন আগে নিম্নচাপ! বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, রইল পঞ্চমী থেকে দশমীর পূর্বাভাস
আনন্দবাজার | ২০ সেপ্টেম্বর ২০২৫
ষষ্ঠীর দু’দিন আগেই নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। ফলে দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার বিকেলে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। মহালয়া থেকে দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, বিশেষ বিবৃতি দিয়ে তা ব্যাখ্যা করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু’দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর। আগামী রবিবার মহালয়ায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মোটের উপর আবহাওয়া থাকবে রৌদ্রোজ্জ্বল।
উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে চলে আসতে পারে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। ২৪ তারিখ অর্থাৎ দ্বিতীয়া পর্যন্ত কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। ২৫ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত নিম্নচাপ হিসাবে এটি সক্রিয় থাকবে। পরের দিকে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময় উপকূলঘেঁষা জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। আলিপুর হাওয়া অফিসের কর্তা হবিবুর রহমান বলেন, ‘‘২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত (পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী) কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। ৩০ থেকে ২ তারিখ (অষ্টমী, নবমী এবং দশমী) বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। ২ তারিখ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।’’ ২৬ থেকে ২ তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বর্ষা এখনও বিদায় নেয়নি। এ বছর পুজো অন্যান্য বছরের তুলনায় আগে হচ্ছে। ফলে বর্ষার মধ্যেই পুজো চলবে। কমবেশি বৃষ্টি যে হবে, তা আগেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরি হলে সেই সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে কি না, হলে তার গতিবিধি কেমন, সে দিকে হাওয়া অফিস নজর রেখেছে। নিম্নচাপ স্পষ্ট হলে পুজোর পাঁচ দিনের পূর্বাভাস আরও স্পষ্ট ভাবে দেওয়া যাবে বলে জানিয়েছেন হবিবুর।
২৩ সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
২৬ থেকে ২৯ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উপকূলঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর: বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি।