• ৭ দিন নৌকা নিয়ে লুকিয়েও লাভ হলো না, ‘অপহরণ কাণ্ডে’ মাঝ সমুদ্র থেকে গ্রেপ্তার বনগাঁর বিশ্বজিৎ
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • মাঝ সমুদ্রে নৌকায় লুকিয়ে পকসো মামলায় অভিযুক্ত। পুলিশও তাকে বাগে পেতে মরিয়া। তারাও মাছ ধরার নৌকা নিয়ে ধাওয়া করে অভিযুক্তকে। অবশেষে তাকে পাকড়াও করে রানাঘাট পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ২০২৪ সাল থেকে পকসো মামলায় এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে বার বার জায়গা বদলাচ্ছিল ওই অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েনি পুলিশও। লাগাতার চলছিল নজরদারি। অবশেষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বড় ক্লু পায় পুলিশ। সূত্র মারফত তারা জানতে পারে, নামখানা-কাকদ্বীপ এলাকায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত।

    এর পরেই রানাঘাট পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল কাকদ্বীপে পৌঁছয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে জেলে হিসেবে পরিচয় দিয়ে সাত দিনের বেশি সময় ধরে সমুদ্রে থাকা একটি নৌকায় লুকিয়ে রয়েছে। রানাঘাট পুলিশের একটি টিম জেলে সেজে স্থানীয় একটি নৌকা নিয়ে সমুদ্র পথে ১০ কিলোমিটার যাত্রা করে। এর পরে অভিযুক্তর নৌকার কাছাকাছি গিয়ে তার পরিচয় নিয়ে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ। সে বনগাঁর বাসিন্দা। ২০২৪ সালের হরিণঘাটা থানার একটি গ্রামে ১৬ বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে। ওই নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছিল। কিন্তু বিশ্বজিতের নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হলো।

  • Link to this news (এই সময়)