• দিল্লির আকাশে আগুনের রেখা, তাহলে কী ফের....রইল ভিডিও
    আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  শুক্রবার রাত ছিল রাজধানী দিল্লিবাসীর জন্য এক বিশেষ অভিজ্ঞতার মুহূর্ত। হঠাৎই আকাশ জুড়ে ছুটে গেল এক উজ্জ্বল অগ্নিরেখা। মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে ভেঙে ছোট ছোট টুকরোয় বিভক্ত হতে দেখা যায়। পুরো ঘটনাটি রাতের অন্ধকারকে আলোকিত করে দিল, আর বিস্ময়ে হতবাক হয়ে গেল লাখো মানুষ।

    শুধু দিল্লি নয়, নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও থেকে শুরু করে অনেক দূরের আলিগড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মানুষ এই বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেন। কয়েক সেকেন্ডের জন্য হলেও আকাশে ছুটে চলা সেই আগুনের রেখা বহু মানুষের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে রইল।

    ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। দেখা যায়, রাতের আকাশে উজ্জ্বল আগুনরেখা ছুটে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ছোট ছোট জ্বলন্ত খণ্ডে ভেঙে পড়ছে। অনেকে একে তুলনা করেছেন “শুটিং স্টার বিস্ফোরণ”-এর সঙ্গে। আবার অনেকের মতে, জীবনে দেখা সবচেয়ে উজ্জ্বল উল্কাপাত এটি।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঘটনাটি আসলে একটি বোলাইড। এমন একধরনের উল্কাপিণ্ড, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় প্রবল তাপ ও ঘর্ষণে টুকরো টুকরো হয়ে যায়। সাধারণ উল্কাপাত প্রায়ই দেখা যায়, কিন্তু এত উজ্জ্বল ও বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমান উল্কাপাত অত্যন্ত বিরল। তবে এর ফলে কোনও ক্ষতির আশঙ্কা নেই। কারণ বেশিরভাগ উল্কাই পৃথিবীতে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তাই মাটিতে পড়ে ধ্বংসযজ্ঞ ঘটানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

    আমেরিকান মিটিওর সোসাইটি জানিয়েছিল, সেপ্টেম্বর মাস ছোট ছোট উল্কাবৃষ্টির জন্য সঠিক সময়। তবে নির্দিষ্ট ঘরানার বাইরেও এমন বিচ্ছিন্ন অগ্নিগোলক দেখা দিতে পারে। দিল্লির আকাশে শুক্রবার রাতের দৃশ্যটি প্রমাণ করে, তুলনামূলক বড় একটি মহাজাগতিক শিলা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শেষ হয়ে গেছে।

    দিল্লি-এনসিআর জুড়ে বহু মানুষ জানিয়েছেন, মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও আলোকটি শহরের বিদ্যুতের আলোকে ছাপিয়ে গিয়েছিল। কারও কারও দাবি, পরে হালকা গর্জনের মতো শব্দ শোনা গিয়েছিল। তবে সরকারি ভাবে এর কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।

    একজন গাজিয়াবাদের বাসিন্দা বলেন, “মনে হচ্ছিল আকাশ ফেটে আগুন নেমে আসছে। এত উজ্জ্বল কিছু আগে কখনও দেখিনি। নয়ডার এক তরুণীর কথায়, “এটি সত্যিই জীবনে একবারের অভিজ্ঞতা। কয়েক মুহূর্তের জন্য হলেও চোখ ফেরানো যাচ্ছিল না।”

    ঘটনার পর বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা একে এক বিরল ‘স্পেস স্পেক্টাকল’ বা মহাকাশের উপহার হিসেবে বর্ণনা করেছেন। এমন দৃশ্য সাধারণত কেবল বৈজ্ঞানিক পর্যবেক্ষণে ধরা পড়ে। কিন্তু শুক্রবার রাতে সাধারণ মানুষও নিজের চোখে তা প্রত্যক্ষ করেছেন, যা নিঃসন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা। আধিকারিকভাবে এখনও কোনও স্থানে উল্কাপিণ্ডের খণ্ড পড়েছে বলে জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, উল্কার খণ্ডিত অংশ হয়তো সম্পূর্ণ দগ্ধ হয়ে গেছে। আকাশপ্রেমীদের কাছে এটি এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে যেখানে এক ঝলকের জন্য হলেও মহাবিশ্বের রহস্যময় সৌন্দর্য দিল্লির আকাশে নেমে এসেছিল।
  • Link to this news (আজকাল)