• এবার তাহেরপুর, প্রেমে প্রত্যাখ্যাত হতেই রাস্তায় দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন ...
    আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেমে প্রত্যাখ্যানের জেরে খুন। রাস্তাতেই এক ছাত্রীকে খুনের অভিযোগে উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ। সূত্রের খবর তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় দশম শ্রেণির ওই ছাত্রী রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যায়। এরপরই বচসায় জড়িয়ে যায় দু’‌জন। অভিযোগ, বচসা চলাকালীন মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই যুবক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ছাত্রী। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যু হয়। 

    মৃতা অনুষ্কা মণ্ডল (১৫) এবং অভিযুক্ত শুভ মণ্ডল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় দু’‌জনের বাড়ি। তাদের দু’‌জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। কিন্তু শেষপর্যন্ত মৃতা এই সম্পর্ক টিকিয়ে রাখতে চায়নি এবং প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ ওই যুবক মেয়েটিকে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তাহেরপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঘন্টাখানেকের মধ্যেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আনুমানিক সন্ধে সাতটা নাগাদ মামার বাড়ি যাবে বলে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। জানা গিয়েছে, কিশোরীর সঙ্গে ওই যুবকের সম্পর্কের কথা বাড়ির লোকের কাছে অজানা ছিল না। সেজন্য খোঁজ নিতে তার বাড়িতেও উপস্থিত হন তাঁরা। স্থানীয় একটি সূত্র জানায়, যুবকের বাড়িতে খোঁজ নেওয়ার সময় তার হাতে রক্তের একটি দাগ দেখে মৃতার বাড়ির লোক পুলিশের কাছে খবর দেন। 

    পুলিশ এসে তদন্ত শুরু করে অভিযুক্তের বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড়ে ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, এর আগে ওই যুবকের সঙ্গে কিশোরীর সাময়িক সম্পর্ক তৈরি হলেও পরে কিশোরী আর সেই সম্পর্ক রাখতে চায়নি। কিন্তু অভিযুক্ত নাছোড়বান্দা ছিল। ক্ষুব্ধ হয়ে সে কিশোরীকে কটুক্তি করা শুরু করেছিল। ওই ছাত্রী বিষয়টি তাঁর পরিবারকেও জানিয়েছিল। সকলের হস্তক্ষেপে বিষয়টির সাময়িক সমাধান হলেও যুবকের আক্রোশ রয়ে যায় ওই ছাত্রীর উপর। শুক্রবার সে আগে থেকেই প্রস্তুত ছিল। 

    কিশোরীকে রাস্তায় একা পেয়ে সে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে যায় এবং ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই ওই ছাত্রী প্রাণ হারায় বলে জানা গিয়েছে। তাহেরপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সে বাড়িতে একাই থাকত। 

    প্রসঙ্গত, কৃষ্ণনগরে সম্প্রতি প্রেমে প্রত্যাখ্যানের অন্য একটি ঘটনায় বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে তাঁর প্রাক্তন প্রেমিক। প্রকাশ্য দিবালোকে সেই হাড়হিম করা ঘটনায় শিউরে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। এরপর শুক্রবার ঘটল এই খুনের ঘটনা। আগের খুনের ঘটনাতেও যেমন দোষীর চূড়ান্ত শাস্তির দাবি উঠেছে তেমনি এই খুনের ঘটনাতেও সেই শাস্তি দাবি করছেন সাধারণ মানুষ।

    ‌ 

     
  • Link to this news (আজকাল)