লাইফ জ্যাকেট পরেনি, সাঁতার কাটতে গিয়েই মৃত্যু হয়েছে জুবিনের, দাবি অসমের মুখ্যমন্ত্রীর, তদন্তভার গেল সিআইডির হাতে
বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
সিঙ্গাপুর, ২০ সেপ্টেম্বর: সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিন গর্গের। গতকাল, শুক্রবার দুপুর নাগাদ স্কুবা ডাইভিংয়ে গিয়েছিলেন। নেহাৎই শখপূরণ। কিন্তু আর যে ফেরা হবে না, তা ভাবেননি তাঁর অগণিত অনুরাগী। সূত্রের খবর, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন জুবিন। সমুদ্রের মধ্যেই শুরু হয় শ্বাসকষ্টজনিত সমস্যা। তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ব্যর্থ হয় চিকিৎসকদের সমস্ত চেষ্টা। আইসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই কথাই জানা গিয়েছিলে। কিন্তু জুবিনের মৃত্যু কীভাবে হয়েছে সেই বিষয়ে একটি নতুন তথ্য দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, জুবিনের মৃত্যু স্কুবা ডাইভিংয়ের জন্য হয়নি। সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে হয়েছে। লাইফ জ্যাকেট না পরেই জলে নেমেছিলেন তিনি। একটি ভিডিওতে তেমনটাই দেখা গিয়েছে বলে দাবি হিমন্তের।অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘একটি ১ মিনিটের বেশি ভিডিওতে দেখা যাচ্ছে জুবিন প্রথমে বিলাসবহুল তরী থেকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিলেন। সাঁতার কেটে ফের ফিরে গেলেন সেই তরীতে। তারপরেই ফের লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে ঝাঁপ দিলেন দ্বিতীয়বারের জন্য।’ হিমন্ত জানিয়েছেন, জুবিন বলেছিলে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে অসুবিধা হচ্ছে। তাই খুলে রেখেছিলেন। দ্বিতীয়বার সমুদ্রে ঝাঁপ দিয়েই আর ফেরেননি জুবিন। সমুদ্রেই অবচেতন অবস্থায় ভাসতে দেখা যায় তাঁকে। তারপরেই পুলিশ ও স্থানীয়রা জুবিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, জুবিনের সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা উচিত সিঙ্গাপুরের প্রশাসনের। তিনি আরও জানিয়েছেন জুবিনের শেষকৃত্য অসমেই সম্পন্ন হবে। সিঙ্গাপুরের হাসপাতালে ময়নাতদন্তের পর অসমে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এদিকে জুবিনের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাঁর অনুরাগীরা। সেই কারণেই গুয়াহাটিতে দায়ের হয়েছে একটি এফআইআর। যাতে নাম রয়েছে জুবিনের ম্যানেজার ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের অয়োজকের। সেই এফআইআর সিআইডির কাছে স্থানান্তর করেছে অসম পুলিশ। এবার জুবিনের মৃত্যুর বিষয়ে তদন্ত করবে অসমের সিআইডি।