নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কুপিয়ে খুন! চাঞ্চল্য নদীয়ার তাহেরপুরের কালীনারায়ণপুরের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরে। দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এলাকারই এক তরুণ। তার নাম প্রনোজিৎ মণ্ডল ওরফে শুভ। সূত্রের খবর, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল তরুণ। কিন্তু তাতে রাজি না হওয়ায় উত্যক্ত করত সে। এমনকী ওই ছাত্রীর বাড়িতে ঢিল ছুড়ত প্রনোজিৎ। গতকাল, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী মামারবাড়ি যাওয়ার কথা বলে বাড়িতে থেকে বেরোয়।তারপরেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা মামারবাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলেও তারা ওই ছাত্রীর খোঁজ দিতে পারেনি। তারপরেই খোঁজাখুঁজি শুরু হয়। সন্দেহবশত প্রনোজিতকে পাকড়াও করে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। তাকে মারধর করতেই সত্যিটা বলে সে। প্রনোজিৎ জানায়, বাড়ির কাছেই পুকুরের ধারে ওই ছাত্রীকে কুপিয়ে খুন করেছে সে। বিষয়টি জানতে পেরে ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে তাহেরপুর থানা। প্রনোজিতের বাবা একজন পরিযায়ী শ্রমিক, ওড়িশায় থাকে বলে জানা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।