• পুজোর সময়ে অবিশ্বাস্য ফেরি সার্ভিস! যতক্ষণ দর্শনার্থী, ততক্ষণ চলবে লঞ্চ! সারারাত ঠাকুরদেখায় ভিড়মুক্ত পথের শান্তি...
    ২৪ ঘন্টা | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • দেবব্রত ঘোষ: পুজোয় যাঁরা সারারাত ঠাকুর দেখবেন, তাঁদের জন্য দারুণ সুখবর। দুর্গাপুজো (Durga Puja 2025) উপলক্ষে হাওড়া (Howrah) এবং কলকাতার (Kolkata) মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা (Ferry Service)। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন, রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরিঘাটে থাকবেন, ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ।

    রাতের কলকাতায় ঠাকুর দেখা

    প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতের কলকাতায় ঠাকুর দেখতে আসেন। শুধুমাত্র হাওড়া নয়, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া-সহ বিভিন্ন জেলা থেকে হাজার-হাজার দর্শনার্থী  ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। এবার তাঁদের সুবিধার জন্য হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি রাত আটটার পরিবর্তে রাত বারোটা পর্যন্ত লঞ্চ চালানো সিদ্ধান্ত নিয়েছে। 

    কোন কোন রুটে

    হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দর্শনার্থীদের ভিড় থাকে, তাহলে বারোটার পরেও লঞ্চ চালানো হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মোট আটটি লঞ্চ চালানো হবে। হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহিরীটোলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে। 

    পঞ্চমী থেকে দশমী

    পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ছয় দিন এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। হুগলি নদী জলপথ পরিবহণ সংস্থার ডিরেক্টর অজয় দে বলেন, শহরতলি এবং গ্রামের দর্শনার্থীরা রাস্তার যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতে তাড়াতাড়ি পুজোমণ্ডপে পৌঁছে যেতে পারেন, সেজন্যেই মাঝরাত পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে লঞ্চঘাট গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

  • Link to this news (২৪ ঘন্টা)