• চিন-পাকিস্তান নয়, ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? খোলসা করলেন মোদি
    প্রতিদিন | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-পাকিস্তান নয়। তাহলে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? শনিবার গুজরাটের ভাবনগরে দাঁড়িয়ে খোলসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেন, বিশ্ব মঞ্চে ভারতের কোনও বড় প্রতিপক্ষ নেই। বরং অন্যান্য দেশগুলির উপর ভারতের নির্ভরতাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন তিনি।

    মোদি বলেন, “পৃথিবীতে আমাদের কোনও বড় শত্রু নেই। আমাদের যদি কোনও শত্রু থাকে, তা হল অন্যান্য দেশের উপর আমাদের নির্ভরতা। এটি আমাদের সবচেয়ে বড় শত্রু। একসঙ্গে এই শত্রুকে পরাজিত করতে হবে।” তিনি বলেন, “আত্মনির্ভরতা কেবল একটি অর্থনৈতিক আকাঙ্ক্ষা নয় বরং জাতীয় গর্ব, মর্যাদা এবং নিরাপত্তার সঙ্গে জড়িত একটি বিষয়। বিদেশী নির্ভরতা যত বেশি হবে, দেশ তত ব্যর্থ হবে। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশকে আত্মনির্ভর হতে হবে। আমরা যদি অন্যের উপর নির্ভরশীল থাকি, তাহলে আমাদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেশবাসীর ভবিষ্যত অন্যদের উপর ছেড়ে দিতে পারি না।” মোদির সংযোজন, “আমরা দেশের উন্নয়নের সংকল্প অন্যদের উপর ছেড়ে দিতে পারি না। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। শত দুঃখের একটিই ওষুধ রয়েছে, তা হল আত্মনির্ভর ভারত।”

    এরপরই কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, “ভারতের সম্ভাবনার কোনও অভাব নেই। কিন্তু স্বাধীনতার পর, কংগ্রেস ভারতের সমস্ত সম্ভাবনাকে উপেক্ষা করেছিল। স্বাধীনতার ছয় থেকে সাত দশক পরেও, ভারত তার সাফল্য অর্জন করতে পারেনি। দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার দেশকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছিল তারা। কংগ্রেস সরকারের নীতিগুলি দেশের যুবসমাজের ব্যাপক ক্ষতি করেছিল। এগুলি ভারতের আসল শক্তির প্রকাশে বাধা সৃষ্টি করেছিল।”
  • Link to this news (প্রতিদিন)