রাঁচির লজে ঘাঁটি গেড়ে বোমা তৈরি! গ্রেপ্তার ISIS জঙ্গি, দেশের কোন শহরে নাশকতার ছক?
প্রতিদিন | ২০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচি শহরের লোয়ার বাজার থানার অন্তর্গত ইসলামনগর এলাকা। সেখানে একটি ট্যুরিস্ট লজে সরকারি চাকরির পরীক্ষার্থী সেজে লুকিয়ে ছিল আসহার দানিশ। আদতে আইএসআইএস জঙ্গি সংগঠনের জন্য লুকিয়ে বোমা বানানোর কাজ করছিল সে। এমনটাই দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ঝাড়খণ্ড এটিএসের আধিকারিকদের ৷ গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন জঙ্গিকে। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।
দিল্লি পুলিশ এবং ঝাড়খণ্ড এটিএস সূত্রে জানা গিয়েছে, বোকারো জেলার পেতওয়ার বাসিন্দা দানিশ বেশ কিছুদিন ধরে তাবারক লজে ঘর ভাড়া নিয়ে থাকছিল৷ ধৃতের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়াও বারুদ, পটাশিয়াম নাইট্রেট এবং দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদিকে, অভিযান চালিয়ে আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ ৷ তার নাম আফতাব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসহারের মতো সেও আইসিসের সঙ্গে যুক্ত ৷ দীর্ঘদিন ধরে তারা পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল ৷ তাদের গতিবিধির উপরও কড়া নজর রাখা হচ্ছিল ৷ অবশেষে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করলেন তদন্তকারী আধিকারিকরা ৷
পুলিশ জানিয়েছে, আইসিস ছাড়াও আরও কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে আসহারের যোগ থাকার সম্ভাবনা রয়েছে ৷ দিল্লির একটি মামলায় তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ ৷ লজের ঘর থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ৷ গ্রেপ্তারির পর ধৃত দানিশকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ দিল্লিতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঝাড়খণ্ড কিংবা দেশের অন্য কোনও রাজ্যে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, তা জানতে দানিশকে টানা জেরা করা হচ্ছে ৷