‘তুলনাই হয় না’, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ সিপিএম নেতা
প্রতিদিন | ২০ সেপ্টেম্বর ২০২৫
অংশুপ্রতিম পাল, খড়গপুর: নাগরিক পরিষেবা আরও উন্নতির লক্ষ্যে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের ব্যাপক প্রশংসা করলেন সিপিএম নেতা। দিন দুই আগে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের এক শিবিরে হাজির ছিলেন সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ক্ষুদিরাম সিং। কাজকর্ম দেখে তিনি স্পষ্টই স্বীকার করলেন, তিনিও প্রধান থাকাকালীন অনেক কাজ করার চেষ্টা করেছেন। কিন্তু এখনকার সরকার যেভাবে কাজ করছে, তার সঙ্গে তুলনা হয় না। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের মতো মানুষের কল্যাণে সহযোগিতা করতে পারেনি বলেই বামেদের মানুষ দূরে ঠেলে দিয়েছেন বলেও মন্তব্য করলেন।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের খাসমহল প্রাথমিক বিদ্যালয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির হয়। সেখানে কানুচক গ্রাম সংসদ অন্তর্ভুক্ত ছিল। নিয়ম অনুযায়ী, শিবির পরিচালনার জন্য এই গ্রাম সংসদের প্রবীণ ব্যক্তি হিসাবে ক্ষুদিরাম সিংকে সভাপতি করা হয়। এই ক্ষুদিরাম সিং মোহাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে টানা ১৯৮৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ১৫ বছর দায়িত্বে ছিলেন। শিবিরে বক্তব্য রাখার সময় প্রবীণ এই সিপিএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, “আমি দীর্ঘদিন প্রধান ছিলাম। আমি মানুষের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু তখন আমাদের বামফ্রন্ট সরকার মানুষের কল্যাণে সাধারণ মানুষের কাজে আজকের সরকারের মতো সহযোগিতা করতে পারেনি বলে মানুষ আমাদের দূরে ঠেলে দিয়েছেন।” তারপরই তিনি বলেন, “বর্তমান রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষকে সাহায্য করছে তার কোনও তুলনা হয় না।”
সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের সবং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, “রাজ্য সরকারের এই কর্মসূচি নিয়ে বিরোধীদের শুধু সমালোচনা করা ছাড়া আর কোনও কর্মসূচি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষুদিরাম সিং যে কথাগুলি বলেছেন সেটা উনি অনুভব করেছেন।” অপরদিকে, সিপিএমের জেলা কমিটির সদস্য চন্দন গুছাইত বলেন, “উনি কী বলেছেন, জানি না। তবে এরকম কিছু বলে থাকলে সেটা তাঁর ব্যক্তিগত মত। দলের মত নয়।”