• দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু, বাগানবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু। শনিবার বিকেলে স্থানীয় একটি বাগান বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নিখিল নায়েক-এর(৬৫)। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই বাগান বাড়িতে হাজির হয় প্রচুর তৃণমূল কর্মী-সমর্থকেরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তৃণমূল কর্মীদের একাংশ দাবি করছে, নিখিল নায়েককে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে কবর, এ দিন দুপুরে নিজের বাগানবাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে খাওয়া-দাওয়া করেছেন নিখিল। পরে আর বাড়িতে আসেন নি। বাগানবাড়ি থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ। একতলা বাগান বাড়ির ছাদে ওঠার জন্য একটি সিড়ির ঘর আছে। সিঁড়ির নীচে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দেহ। এর পরেই খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে।

    যে অবস্থায় দেহ উদ্ধার হয় তা দেখে অনুগামী ও দলীয় কর্মীরা দাবি করেন, নিখিল নায়েককে খুন করা হয়েছে। কিছুক্ষণের ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করতে গেলে বাধা দেয় দলীয় কর্মী ও অনুগামীরা। তাঁদের দাবি, আগে যথাযথ তদন্ত হবে। তার পরে দেহ নিয়ে যাবে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স।  সন্ধ্যা সাতটা নাগাদ সময় ঘটনাস্থলে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর উপস্থিতিতে দেহ উদ্ধার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)