• মণ্ডপের বাইরেই ভাঁড়ে চা, আড্ডা জমে উঠবে স্লাউয়ে
    আনন্দবাজার | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ‘চায়ে চুমুক আড্ডা জমুক’, এই স্লোগান নিয়ে বিলেতের বাঙালিদের জন‍্য কলকাতার ম্যাডক্স স্কোয়ারের মতো একটি মিলন স্থল বানাবার লক্ষ্যে স্লাউয়ে ‘আড্ডা’র পুজোর শুরু। লন্ডন থেকে ২০ মাইল দূরের এই শহরতলিতে ‘আড্ডা’র পুজোর এ বার সপ্তম বছরে পড়ল। পুজো হবে ২৫-২৯ শে সেপ্টেম্বরে স্লাউ ক্রিকেট ক্লাবে, রীতিমতো প্যান্ডেল করে, বিলেতে যা খুবই বিরল।

    এ বার পুজোয় অন‍্যতম আকর্ষণ, বাংলার আবহমান চায়ের আড্ডা। বাংলায় পাড়ার মোড়ের চায়ের দোকানে সংস্কৃতি থেকে রাজনীতি, চাকরি থেকে সংসার, ফ্যাশন থেকে রান্নাবান্না, সব কিছু নিয়ে পেয়ালায় তুফান ওঠে। সেই পরিবেশ ফিরিয়ে আনতে এখানকার পুজোমণ্ডপের সামনেও একটা চায়ের গুমটি বা ‘চা কর্নার’ বানানো হবে। বসার জন্য সেখানে বেঞ্চ পাতা থাকবে, কেটলিতে করে চা দেওয়া হবে মাটির ভাঁড়ে। বিলেতের মাটিতে এ ভাবেই নস্ট্যালজিয়াকে ফিরিয়েআনব আমরা।

    এ বারের দুর্গাপুজোর প্যান্ডেল সেজে উঠেছে কর্নাটকের রঙ্গোলির চিরন্তন সৌন্দর্যে। প্যান্ডেলে প্রবেশের প্রথম মুহূর্ত থেকেই দর্শনার্থীরা নিমগ্ন হবেন রঙ ও ঐতিহ্যের এক উজ্জ্বল উৎসবে। নকশায় ভরা সূক্ষ্ম কারুকাজ দুর্গোৎসবের আনন্দঘন আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। এ ছাড়া থাকবে চন্দননগরের আলোকসজ্জাও।

    আর অবশ্যই থাকবে লোভনীয় খাবারের পসরা। পরিবেশিত হবে দুই বাংলার সম্ভার— কলকাতার বিরিয়ানি, ঢাকার কাচ্চি বিরিয়ানি, পোড়াবাড়ির চমচম, ইলিশ, রোল, কাটলেট ও কচুরি-আলুর দম।

    মায়ের আরাধনায় বিলেতের বাঙালিরা মেতে উঠবেন এই আড্ডার মিলনস্থলে।
  • Link to this news (আনন্দবাজার)