• 'যোগী আদিত্যনাথকে খুন করব', বাড়ির ছাদে বন্দুক উঁচিয়ে হুমকি, পুলিশকেও মারতে চেয়েছিল! যুবকের কীর্তি দেখে হতবাক সকলে ...
    আজকাল | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি। শুধুই তিনিই টার্গেট নন, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে পুলিশকেও। পুলিশকে হুমকি দিয়ে শূন্যে একাধিকবার গুলি চালিয়েছে এক যুবক। যে কীর্তির পর কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, মথুরা জেলার নাগলা হরদয়াল গ্রামের বাসিন্দা সুনীত ওরফে গাথুয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিজের বাড়িতেই বন্দুক নিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁর। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। অবশেষে পুলিশকেই টার্গেট করেন ওই যুবক। 

    বাড়ির সামনে যখন পুলিশ বাহিনী দাঁড়িয়ে, সেই সময় ছাদে উঠে খালি গায়ে উঠে পড়েন যুবক। হাতে ছিল বন্দুক। সেই বন্দুক উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর হুমকি দেন। বারবার পুলিশের তরফে যুবককে আত্মসমর্পণ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপরেও পুলিশকে ভয় দেখাতে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন ওই যুবক। 

    টানা দু'-আড়াই ঘণ্টা এই কীর্তির পর যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, জমি বিবাদকে কেন্দ্র করেই যুবক উন্মত্ত হয়ে উঠেছিল। বিশেষত জমি সংক্রান্ত ঝামেলাটি হয়েছিল তাঁর কাকার সঙ্গে। সেই ঝামেলার জেরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও অভিযোগ জানাতে লখনউয়ে গিয়েছিলেন যুবক। কিন্তু সমস্যার সমাধান হয়নি। 

    পুলিশ আধিকারিক সুরেশ চন্দ্র জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যুবক মাদকাসক্ত বলেই জানা গেছে। তিনি মথুরার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকটিও হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে জিজ্ঞাসাবাদ চলছে।' 

    প্রসঙ্গত, গত মাসেই জমি বিবাদকে কেন্দ্র একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। সেবার মা-ছেলের বিবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, মা-কে খুন করে মাটিতে পুঁতে দিল ছেলে। শুধু তাই নয়, ঘরের ঠিক পাশের গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। পরিস্থিতি দেখে হতবাক গ্রামবাসীরা। কেউ বুঝতেই পারছেন না, কী ঘটে গেল। 

    ঘটনাটী ঘটেছে মহারাষ্ট্রের লাতুরে। শনিবারেই সামনে আসে গোটা ঘটনা। জানা গিয়েছে ৪৫ বছরের ছেলে বাবান ঘুতে, ৭০ বছর বয়সী মা লক্ষ্মীবতী ঘুগেকে খুন করে, নিজে আত্মহত্যা করেছেন। সূত্রের খবর তেমনটাই। রেনাপুর তালুকের সাংভি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূলত একটি জমিকে কেন্দ্র করেই বিবাদ মা-ছেলের। ছেলে দীর্ঘদিন ধরেই তাঁর মা-কে ওই জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিলেন। দাবি ছিল, ভাল দামে ওই জমি বিক্রির সুযোগ রয়েছে। এতে পরিবারের কাছে একসঙ্গে মোটা অঙ্কের টাকা আসবে। যদিও মা কোনওভাবেই জমি বিক্রির সিদ্ধান্তে রাজি ছিলেন না। মাঝে মাঝেই এই বিষয়কে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বিবাদ চলত। এক একদিন বিবাদ অন্য মাত্রা পেত বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

    জানা যায়, ঘটনার দিনেও দু’ জনের মধ্যে ঝামেলা হয়। যদিও গ্রামবাসীরা প্রথমে কিছু বুঝতে পারেননি। আচমকা গ্রাম থেকে লক্ষ্মীবাঈ নিখোঁজ হয়ে যান। লক্ষ্মীবাঈয়ের হঠাৎ নিখোঁজ হওয়ায় গ্রামবাসীরা ভীতসন্ত্রস্ত হয়ে তাকে খুঁজতে শুরু করেন। তার আগে পর্যন্ত কেউ ঘূণাক্ষরেও জানতেন না, কী হতে চলেছে। গ্রামবাসীরা হঠাত লক্ষ করেন, আখ ক্ষেতে নতুন করে মাটি নষ্ট হওয়ার দাগ। সন্দেহ বাড়তেই ওই জায়গার মাটি খুঁড়তেই দেখা যায়, মাটির নীচে লক্ষ্মীবাঈয়ের দেহ।

    পুলিশ জানিয়েছে যে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই বাবান তাঁর বাড়ির কাছে একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন । প্রাথমিকভাবে ধারণা, সম্ভবত অপরাধবোধ, গ্রেপ্তারের ভয়, অথবা মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই মা-কে খুন করার পরে, নিজের জীবনও শেষ করে দেন ছেলে। 

    রেনাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, উভয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরে মা ও ছেলেকে একই চিতায় দাহ করা হয়। ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। তবে কেবল জমি নিয়ে বিবাদকে ঘিরে মা-কে খুন করে দিয়েছে ছেলে, ভাবতেও পারছেন না গ্রামবাসীরা। লক্ষ্মীবাঈইয়ের দেহ উদ্ধার এবং ঠিক তার পরেই ছেলের দেহ উদ্ধার। দুই ঘটনায় শোকে কাতর পাড়া -পড়শিরা। কেউ মানতেই পারছেন না এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে তাঁদের গ্রামেই। 
  • Link to this news (আজকাল)